বহু দিন ধরেই জল্পনা চলছে ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি কুমারের ছবিতে কাজ করতে চলেছেন সালমান খান। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন অ্যাটলি। ‘এ-৬’ নামের ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে সালমানকে। বিশাল আয়োজনে এই ছবির ঘোষণা করা হবে বলে জানান ‘জওয়ান’ ছবির পরিচালক।
‘এ-৬’ ছবি সম্পর্কে অ্যাটলি বলেছেন, “এই সিনেমা চিত্রনাট্য তৈরি করতে বহু সময় ও পরিশ্রম ব্যয় করতে হয়েছে। চিত্রনাট্য প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। এখনও ছবির কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। খুব শিগগির ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ছবির সংক্রান্ত বড় ঘোষণা হতে চলেছে।
ছবিতে সালমান খানের ভূমিকা নিয়ে নির্মাতা অ্যাটলি বলেন, “ছবির কাস্টিং নিয়ে আমি সকলকে বড় চমক দিতে চলেছি। আপনারা যেটা কল্পনা করছেন, সেটাই সত্যি হতে চলেছে। কিন্তু আপনারা সত্যিই অবাক হবেন। আমি কিন্তু বাড়িয়ে বলছি না। এই ছবি সত্যিই দেশকে গর্বিত করতে চলেছে। আমাদের তাই আপনাদের থেকে আশীর্বাদ চাই। আমাদের জন্য প্রার্থনা করুন। ছবির কাস্টিং প্রায় শেষের দিকে। খুব শিগগির সেটাও ঠিক হয়ে যাবে। সেরা ঘোষণাটা আমরা শিগগির করতে চলেছি।”
এই মুহূর্তে আসন্ন ছবি ‘বেবি জন’ নিয়ে ব্যস্ত অ্যাটলি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন বরুণ ধওয়ান। বরুণও ‘এ৬’ নিয়ে বলেছেন, “বিরাট মাপের ছবি হতে চলেছে এটি।মানুষ কল্পনাও করতে পারছে না, কী মাপের ছবি আসতে চলেছে। আমি ছবিটির বিষয় সম্পর্কে কিছুটা শুনেছি। অবিশ্বাস্য ছবি করতে চলেছেন অ্যাটলি। সেটার জন্য ও পরিশ্রমও করছে।- ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডে।