দেশ স্বাধীনের দুই দিন পর আজ ১৮ ডিসেম্বর মুক্তির স্বাদ পান নওগাঁবাসী। এই দিনকে ঘিরে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’ এর উদ্যোগে পালন করা হয়েছে হানাদার মুক্ত দিবস।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এই একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্যারীমোহন লাইব্রেরি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনটির সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সাবেক অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম, কায়েস উদ্দিন, সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক এমএম রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী বলেন, সারাদেশে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলো নওগাঁ ১৭ তারিখ পর্যন্ত পাকহানাদার বাহিনীর দখলে রাখে। ১৮ ডিসেম্বর তারিখে বিজয় অর্জিত হলেও সেদিনও অনেকের প্রাণ যায়। এই কথা আজকের তরুণ প্রজন্মের অনেকেই জানে না। সেই ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিবছর বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়।