আগামী সপ্তাহের প্রথম কয়েকদিন বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার (১৬ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ এ তথ্য জানায়।
তিনি বলেন, আগামী শনিবার থেকে দু-তিন দিন বৃষ্টি হতে পারে। মাঝে মাঝে এমন বৃষ্টি হয়। বৃষ্টির পর থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে। জানুয়ারি মাস থেকে শীতের তীব্রতা বাড়তে পারে।এ সপ্তাহে তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকতে পারে বলেও জানান তিনি।বজলুর রশীদ বলেন, চলতি সপ্তাহে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।এদিকে সোমবার এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।সোমবার থেকে আগামী দুই দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল সীতাকুণ্ডতে ৩০ ডিগ্রি সেলসিয়াস।