দেশের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। বছরজুড়েই নাটক আর ওয়েব কনটেন্ট নিয়ে ব্যস্ত থাকেন তিনি। বর্তমানে ‘হাউ সুইট’ ওয়েব কনটেন্ট নিয়ে ব্যস্ত আছেন। এতে দেখা যাবে অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণকে।
তবে হঠাৎ করেই শুটিং করার সময় ঘটে গেল দুর্ঘটনা। এতে আহত হয়েছেন অভিনেতা অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি।শুক্রবার (১৩ ডিসেম্বর) অমি পোস্ট দিয়ে দুর্ঘটনার বিষয়টি জানান। তিনি জানান হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিন তারকা আহত হন। তাদের পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিছুক্ষণ আগে তিন তারকাকে নিয়ে আপডেট দিলেন অমি। সেই সঙ্গে দুই তারকার হাসপাতালে বেডে থাকার ছবিও দিয়েছেন তিনি। অমি বলেন, খুব আনন্দ নিয়ে মজা করে শুট করছিলাম আমরা হাউ সুইট। দুর্ভাগ্যবশত আজকে আমাদের একটি দৃশ্য শুটিং এর সময় স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। অপূর্ব ভাই আল্লাহ এর রহমতে বড় কোনো ইনজুরড হয়নি কিন্তু আমাদের পাভেল আর ফারিন ইনজুরড।