ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৭ মাস পর ২২ গজে ফিরলেন তামিম ইকবাল

  • ক্রীড় ডেস্ক:
  • আপডেট সময় ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৫৮৮ Time View

অনেকদিন খেলার বাইরে তামিম ইকবাল। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর এপ্রিলে; শেরে বাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে। লাল-সবুজ জার্সি গায়ে ওয়ানডে ক্রিকেটে শেষ দেখা গেছে গত বছর ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে শেরে বাংলায়। আর টি টোয়েন্টি খেলেন না প্রায় ৪ বছর। সর্বশেষ খেলেন ২০২০ সালের ৯ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে।

এর মধ্যে জাতীয় লিগের দীর্ঘ পরিসরের ক্রিকেটেও মাঠে নামেননি তামিম। এবার বিপিএল সামনে রেখে নিজেকে ঝালাই করে নিতেই ক’দিনের প্রস্তুতি নিয়ে নেমে পড়লেন জাতীয় লিগ টি টোয়েন্টিতে।তিনটি সিঙ্গল নিয়ে শুরু। এরপর একটি বাউন্ডারি। ক্রিজ ছেড়ে বেরিয়ে একটি ছক্কা। এরপরই শেষ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ম্যাচে খুব বেশিক্ষণ টিকতে পারলেন না তামিম ইকবাল। ভালো কিছুর আভাস দিয়েও বড় হলো না অভিজ্ঞ ব্যাটসম্যানের ইনিংস।

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম দিনে বুধবার সিলেটে চট্টগ্রাম বিভাগের হয়ে রংপুর বিভাগের বিপক্ষে ১০ বলে ১৩ রান করে আউট হন তামিম।তামিম প্রথম তিন বলে সিঙ্গল নেন। পরে অফ স্পিনার এনামুল হকের লেগ স্টাম্পে থাকা বলে ফ্লিক করে প্রথম বাউন্ডারির দেখা পান। এই স্পিনারের পরের ওভারে ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা মারেন লং অফ দিয়ে।

তবে ওভারের পরের তিন বলে তামিমকে ক্রিজে আটকে রাখেন এনামুল। তাতে একটু যেন অস্থির হয়ে পড়েন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। লেংথ বলে স্লগ করার চেষ্টায় শরীরের ভারসাম্য হারান, উপড়ে যায় লেগ স্টাম্প ও মিডল স্টাম্প।তামিমের ব্যর্থতার ইনিংসে খুব ভালো করতে পারেননি তার সতীর্থরাও। চট্টগ্রাম ২০ ওভারে করতে পারে কেবল ১৩২ রান।এই আসরে চারটি থেকে পাঁচটি ম্যাচ খেলার কথা তামিমের।

ট্যাগস
সর্বাধিক পঠিত

৭ মাস পর ২২ গজে ফিরলেন তামিম ইকবাল

আপডেট সময় ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

অনেকদিন খেলার বাইরে তামিম ইকবাল। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর এপ্রিলে; শেরে বাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে। লাল-সবুজ জার্সি গায়ে ওয়ানডে ক্রিকেটে শেষ দেখা গেছে গত বছর ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে শেরে বাংলায়। আর টি টোয়েন্টি খেলেন না প্রায় ৪ বছর। সর্বশেষ খেলেন ২০২০ সালের ৯ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে।

এর মধ্যে জাতীয় লিগের দীর্ঘ পরিসরের ক্রিকেটেও মাঠে নামেননি তামিম। এবার বিপিএল সামনে রেখে নিজেকে ঝালাই করে নিতেই ক’দিনের প্রস্তুতি নিয়ে নেমে পড়লেন জাতীয় লিগ টি টোয়েন্টিতে।তিনটি সিঙ্গল নিয়ে শুরু। এরপর একটি বাউন্ডারি। ক্রিজ ছেড়ে বেরিয়ে একটি ছক্কা। এরপরই শেষ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ম্যাচে খুব বেশিক্ষণ টিকতে পারলেন না তামিম ইকবাল। ভালো কিছুর আভাস দিয়েও বড় হলো না অভিজ্ঞ ব্যাটসম্যানের ইনিংস।

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম দিনে বুধবার সিলেটে চট্টগ্রাম বিভাগের হয়ে রংপুর বিভাগের বিপক্ষে ১০ বলে ১৩ রান করে আউট হন তামিম।তামিম প্রথম তিন বলে সিঙ্গল নেন। পরে অফ স্পিনার এনামুল হকের লেগ স্টাম্পে থাকা বলে ফ্লিক করে প্রথম বাউন্ডারির দেখা পান। এই স্পিনারের পরের ওভারে ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা মারেন লং অফ দিয়ে।

তবে ওভারের পরের তিন বলে তামিমকে ক্রিজে আটকে রাখেন এনামুল। তাতে একটু যেন অস্থির হয়ে পড়েন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। লেংথ বলে স্লগ করার চেষ্টায় শরীরের ভারসাম্য হারান, উপড়ে যায় লেগ স্টাম্প ও মিডল স্টাম্প।তামিমের ব্যর্থতার ইনিংসে খুব ভালো করতে পারেননি তার সতীর্থরাও। চট্টগ্রাম ২০ ওভারে করতে পারে কেবল ১৩২ রান।এই আসরে চারটি থেকে পাঁচটি ম্যাচ খেলার কথা তামিমের।