ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর Logo ৯ দফা দাবিতে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান Logo ’’বঙ্গবন্ধু রেল সেতুর’ নাম পরিবর্তন’’ নতুন নাম যমুনা রেলসেতু Logo নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন এর ৫ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন Logo অ্যাটলির সিনেমায় সালমান খান Logo রূপালী ব্যাংকের শাখায় ডাকাত, জিম্মি কর্মকর্তারা Logo ফিফা আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ Logo প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক Logo যথাসময়ে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নওগাঁয় দুর্ঘটনায় প্রাণ গেলো ২ যুবকের

নওগাঁর মান্দায় ড্রাম ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন।সোমবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাহাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– জেলার সাপাহার উপজেলার চৌধুরীপাড়া এলাকার এনামুল হকের ছেলে আলভী রাব্বানী জিহান (৩২) এবং আবদুল জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর (২৭)।দুর্ঘটনায় নিহতরা হলেন – জেলার সাপাহার উপজেলার চৌধুরীপাড়া এলাকার এনামুল হকের ছেলে আলভী রাব্বানী জিহান (৩২) ও আ. জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাওয়া দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। তখন প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পিলারে আটকে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। এ সময় প্রাইভেটকারের পিছনে থাকা একটি বাসকেও ধাক্কা দিয়ে পালিয়ে যায় ড্রাম ট্রাকটি। তবে বাসে থাকা কোনো যাত্রী হতাহত হয়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগস
সর্বাধিক পঠিত

সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নওগাঁয় দুর্ঘটনায় প্রাণ গেলো ২ যুবকের

আপডেট সময় ০৫:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

নওগাঁর মান্দায় ড্রাম ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন।সোমবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাহাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– জেলার সাপাহার উপজেলার চৌধুরীপাড়া এলাকার এনামুল হকের ছেলে আলভী রাব্বানী জিহান (৩২) এবং আবদুল জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর (২৭)।দুর্ঘটনায় নিহতরা হলেন – জেলার সাপাহার উপজেলার চৌধুরীপাড়া এলাকার এনামুল হকের ছেলে আলভী রাব্বানী জিহান (৩২) ও আ. জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাওয়া দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। তখন প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পিলারে আটকে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। এ সময় প্রাইভেটকারের পিছনে থাকা একটি বাসকেও ধাক্কা দিয়ে পালিয়ে যায় ড্রাম ট্রাকটি। তবে বাসে থাকা কোনো যাত্রী হতাহত হয়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।