আবারও বিয়ে করলেন দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্য। তার স্ত্রীর নাম শোভিতা ঢুলিপালার।আজ বুধবার (৪ ডিসেম্বর) হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওসে বিয়ের আসর বসেছিল।আজ (৪ ডিসেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন নাগা ও শোভিতা। দুই পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা।
এটি শোভিতার প্রথম বিয়ে হলেও নাগার দ্বিতীয়।জানা গেছে, নাগা চৈতন্য ও শোভিতা বিয়েতে ঐতিহ্যবাহী সাজে সেজেছিলেন। বর নাগা পাঞ্চ (এক ধরনের ধুতি) ও পাঞ্চাবি পরেছিলেন। তার দাদা, কিংবদন্তি অভিনেতা-প্রযোজক আক্কিনেনি নাগেশ্বর রাওকে শ্রদ্ধা জানান। শোভিতার পরনে ছিল ঐহিত্যবাহী সিল্কের শাড়ি।আলোচিত তারকা দম্পতি ছিলেন নাগা চৈতন্য ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এই বিয়ে বিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা। তাদের প্রেমের গুঞ্জন দীর্ঘদিন চাউর থাকলেও দুজনেই চুপ ছিলেন। চলতি বছরের ৮ আগস্ট এ জুটি বাগদান সারেন। এরপর গত ২৯ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত তাদের গায়েহলুদের অনুষ্ঠান।