ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

আয়নাঘর পরিদর্শনের ক্ষমতা পেল গুমের তদন্ত কমিশন

  • স্টাফ রিপোটার :
  • আপডেট সময় ১২:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৬১৯ Time View

আইন-শৃঙ্খলা বাহিনী বা সরকারের সহযোগিতায় গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও গুমের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার ক্ষমতা পেল নতুন গুম তদন্ত কমিশন। এছাড়া, কমিশনকে গুমের ঘটনার সঙ্গে জড়িত স্থান যেমন আয়নাঘর পরিদর্শন, যে কোনো স্থান পরিদর্শন এবং যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করারও ক্ষমতা দেওয়া হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। কমিশনকে ৯০ দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।গণবিক্ষোভের অভিযোগে ২৭ আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশনের দায়িত্ব হচ্ছে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করা। রোববার প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশনের কার্যক্রমের নতুন নির্দেশনা জারি করা হয়েছে এবং ২৭ আগস্টের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। তবে কমিশনের সদস্যদের তালিকা অপরিবর্তিত রয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনকে নিম্নলিখিত কাজগুলো করার নির্দেশনা দেওয়া হয়েছে— ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের খোঁজ নেওয়া ও তাদের সনাক্ত করা, গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের অবহিত করা, গুমের ঘটনার সঙ্গে জড়িত সংস্থা বা ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা ও গুম প্রতিরোধে প্রয়োজনীয় আইন সংস্কারের জন্য সুপারিশ করা।

কমিশনের সদস্যরা হলেন— বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী (প্রধান), হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করবে এবং এর প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে।

ট্যাগস

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

আয়নাঘর পরিদর্শনের ক্ষমতা পেল গুমের তদন্ত কমিশন

আপডেট সময় ১২:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আইন-শৃঙ্খলা বাহিনী বা সরকারের সহযোগিতায় গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও গুমের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার ক্ষমতা পেল নতুন গুম তদন্ত কমিশন। এছাড়া, কমিশনকে গুমের ঘটনার সঙ্গে জড়িত স্থান যেমন আয়নাঘর পরিদর্শন, যে কোনো স্থান পরিদর্শন এবং যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করারও ক্ষমতা দেওয়া হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। কমিশনকে ৯০ দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।গণবিক্ষোভের অভিযোগে ২৭ আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশনের দায়িত্ব হচ্ছে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করা। রোববার প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশনের কার্যক্রমের নতুন নির্দেশনা জারি করা হয়েছে এবং ২৭ আগস্টের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। তবে কমিশনের সদস্যদের তালিকা অপরিবর্তিত রয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনকে নিম্নলিখিত কাজগুলো করার নির্দেশনা দেওয়া হয়েছে— ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের খোঁজ নেওয়া ও তাদের সনাক্ত করা, গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের অবহিত করা, গুমের ঘটনার সঙ্গে জড়িত সংস্থা বা ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা ও গুম প্রতিরোধে প্রয়োজনীয় আইন সংস্কারের জন্য সুপারিশ করা।

কমিশনের সদস্যরা হলেন— বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী (প্রধান), হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করবে এবং এর প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে।