ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ক্যান্সারের মাঝেই নতুন রোগে আক্রান্ত হিনা খান

কিছুদিন আগে মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে অভিনেত্রী হিনা খানের শরীরে। চলছে চিকিৎসা। একের পর এক কেমোথেরাপি নেওয়ার মধ্য দিয়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করে যাচ্ছে এই বলিউড তারকা। ঠিক এই মুহূর্তে অনেকে যখন হিনার কাছে একটি ভালো খবর শোনার অপেক্ষায়, ঠিক তখনই এলো আরেক দুঃসংবাদ। ক্যান্সারের মাঝেই মিউকোসাইটিস রোগে আক্রান্ত হয়েছেন হিনা খান। এই খবর শুনে আঁতকে উঠেছেন অনেকেই।

কাছের মানুষ থেকে শুরু করে বলিউড সহকর্মী এমনকি ভক্ত নেটিজেনরাও বুঝতে পারছেন না– ঠিক কীভাবে এই অভিনেত্রীকে সান্ত্বনা ও সাহস জোগাবেন।ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, হিনার শরীরে  ক্যান্সার তৃতীয় ধাপে পৌঁছে গেছে। এর মাঝেই মিউকোসাইটিসে আক্রান্ত তিনি। ইনস্টাগ্রামে সেই দুঃসংবাদ  শেয়ার করে সাহায্য প্রার্থনা করেছেন অভিনেত্রী। লিখেছেন, ‘কেমোথেরাপির আরেকটি পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে মিউকোসাইটিস। যদিও প্রতি পদে পদে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি সেরে ওঠার জন্য। আপনাদের মধ্যে কেউ যদি এই রোগের সঙ্গে যুঝে থাকেন, তাহলে দয়া করে এর সঠিক সমাধানের উপায় বলে দিন আমাকে।’

করজোড়ে বাঁচার আর্তি জানিয়ে ওই পোস্টেই হিনা লিখেছেন, ‘সত্যিই খুব কষ্ট হচ্ছে, কিছুই খেতে পারছি না। আপনারা কেউ যদি সমাধানের উপায় বলে দেন, তাহলে আমার খুব ভালো হয়।’ চিকিৎসকরা জানিয়েছেন, মিউকোসাইটিস মূলত মুখগহ্বর এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে এক ধরনের সংক্রমণ। রেডিয়েশন বা কেমোথেরাপির মতো ক্যান্সারের চিকিৎসার একটি সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়া। যদিও মিউকোসাইটিস অস্থায়ী এবং সাধারণত নিজে থেকে নিরাময় হয়। তবে এটি বেদনাদায়ক হতে পারে এবং বেশ কিছু ঝুঁকিও তৈরি করতে পারে। তবে ভয়াবহ কোনো কিছু যেন না ঘটে, সে চেষ্টাই করে যাচ্ছেন বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

নাটক, সিনেমার নানা ধরনের গল্প দর্শকের সামনে তুলে ধরছেন হিনা খান। কিন্তু তাঁর জীবনের গল্প অভিনীত নাটক, সিনেমাকেও হার মানিয়েছে। এই অভিনেত্রীর জীবন এখন এক সুতোয় বাঁধা পড়েছে, যা ছিঁড়ে গিয়ে যে কোনো সময় বিপর্যয় ঘটতে পারে। মরণব্যাধি ক্যান্সার এই অভিনেত্রীর পৃথিবীটাই ওলট-পালট করে দিয়েছে। হারিয়ে গেছে তাঁর গ্ল্যামার। পর্দায় দেখা অভিনেত্রীর সঙ্গে বাস্তবের হিনা খানের চেহারার মিল খুঁজে পাওয়া কঠিন। তারপরও দূরে সরে যাননি অভিনয় জগতের মানুষেরা। তাঁর আরোগ্য লাভের জন্য প্রার্থনার পাশাপাশি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। শিগগিরই হিনা সুস্থ হয়ে অভিনয় জগতে ফিরে আসবেন; এমন আশা নিয়ে প্রহর গুনছেন অভিনেত্রীর সহকর্মী ও অনুরাগীরা।

ট্যাগস

ক্যান্সারের মাঝেই নতুন রোগে আক্রান্ত হিনা খান

আপডেট সময় ০৮:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

কিছুদিন আগে মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে অভিনেত্রী হিনা খানের শরীরে। চলছে চিকিৎসা। একের পর এক কেমোথেরাপি নেওয়ার মধ্য দিয়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করে যাচ্ছে এই বলিউড তারকা। ঠিক এই মুহূর্তে অনেকে যখন হিনার কাছে একটি ভালো খবর শোনার অপেক্ষায়, ঠিক তখনই এলো আরেক দুঃসংবাদ। ক্যান্সারের মাঝেই মিউকোসাইটিস রোগে আক্রান্ত হয়েছেন হিনা খান। এই খবর শুনে আঁতকে উঠেছেন অনেকেই।

কাছের মানুষ থেকে শুরু করে বলিউড সহকর্মী এমনকি ভক্ত নেটিজেনরাও বুঝতে পারছেন না– ঠিক কীভাবে এই অভিনেত্রীকে সান্ত্বনা ও সাহস জোগাবেন।ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, হিনার শরীরে  ক্যান্সার তৃতীয় ধাপে পৌঁছে গেছে। এর মাঝেই মিউকোসাইটিসে আক্রান্ত তিনি। ইনস্টাগ্রামে সেই দুঃসংবাদ  শেয়ার করে সাহায্য প্রার্থনা করেছেন অভিনেত্রী। লিখেছেন, ‘কেমোথেরাপির আরেকটি পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে মিউকোসাইটিস। যদিও প্রতি পদে পদে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি সেরে ওঠার জন্য। আপনাদের মধ্যে কেউ যদি এই রোগের সঙ্গে যুঝে থাকেন, তাহলে দয়া করে এর সঠিক সমাধানের উপায় বলে দিন আমাকে।’

করজোড়ে বাঁচার আর্তি জানিয়ে ওই পোস্টেই হিনা লিখেছেন, ‘সত্যিই খুব কষ্ট হচ্ছে, কিছুই খেতে পারছি না। আপনারা কেউ যদি সমাধানের উপায় বলে দেন, তাহলে আমার খুব ভালো হয়।’ চিকিৎসকরা জানিয়েছেন, মিউকোসাইটিস মূলত মুখগহ্বর এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে এক ধরনের সংক্রমণ। রেডিয়েশন বা কেমোথেরাপির মতো ক্যান্সারের চিকিৎসার একটি সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়া। যদিও মিউকোসাইটিস অস্থায়ী এবং সাধারণত নিজে থেকে নিরাময় হয়। তবে এটি বেদনাদায়ক হতে পারে এবং বেশ কিছু ঝুঁকিও তৈরি করতে পারে। তবে ভয়াবহ কোনো কিছু যেন না ঘটে, সে চেষ্টাই করে যাচ্ছেন বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

নাটক, সিনেমার নানা ধরনের গল্প দর্শকের সামনে তুলে ধরছেন হিনা খান। কিন্তু তাঁর জীবনের গল্প অভিনীত নাটক, সিনেমাকেও হার মানিয়েছে। এই অভিনেত্রীর জীবন এখন এক সুতোয় বাঁধা পড়েছে, যা ছিঁড়ে গিয়ে যে কোনো সময় বিপর্যয় ঘটতে পারে। মরণব্যাধি ক্যান্সার এই অভিনেত্রীর পৃথিবীটাই ওলট-পালট করে দিয়েছে। হারিয়ে গেছে তাঁর গ্ল্যামার। পর্দায় দেখা অভিনেত্রীর সঙ্গে বাস্তবের হিনা খানের চেহারার মিল খুঁজে পাওয়া কঠিন। তারপরও দূরে সরে যাননি অভিনয় জগতের মানুষেরা। তাঁর আরোগ্য লাভের জন্য প্রার্থনার পাশাপাশি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। শিগগিরই হিনা সুস্থ হয়ে অভিনয় জগতে ফিরে আসবেন; এমন আশা নিয়ে প্রহর গুনছেন অভিনেত্রীর সহকর্মী ও অনুরাগীরা।