বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় জন্য জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে ৪০ লাখ মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।তিনি বলেন, জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস মাসুয়া বাংলাদেশে ক্ষতিগ্রস্ত প্রায় ৬০ লাখ মানুষকে বন্যা মোকাবিলায় এ অর্থ বরাদ্দ করেছেন। স্টিফেন ডুজারিক বলেন, আমরা আমাদের মানবিক অংশীদারদের সঙ্গে মিলে সরকারের নেতৃত্বে বন্যা মোকাবিলায় সহায়তা করছি। আমরা এই বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্বল মানুষ এবং গোষ্ঠীগুলোকে সহায়তা করার জন্য স্থানীয় প্রচেষ্টায়ও সহায়তা করছি।