বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলিয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই সহায়তা চান।
সাক্ষাতের সময় ড. মুহাম্মদ ইউনূস রিংলির কাছে জানতে চেয়ে বলেন, দেশ থেকে অনেক টাকা বিদেশে পাচার হয়েছে। ওই পাচার হওয়া টাকা দেশে ফেরত নিয়ে আসার কোনো উপায় আছে কিনা। এটি গুরুত্বপূর্ণ।জবাবে রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক মান ও পদ্ধতি মেনে আমরা সার্বিক সহযোগিতা করতে ইচ্ছুক। এছাড়া অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আশ্বাস দেন তিনি।রাষ্ট্রদূত রেতো রিংলি বলেন, আশা করি বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও বৃদ্ধি পাবে। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।