ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কুমিল্লায় ট্রেনের ধাক্কায়, অটোরিকশার ৫ যাত্রী নিহত Logo ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নিহত ৬ Logo কারাগার থেকে বিএসএস পরীক্ষার নেওয়ার অনুমতি পেলেন রাজবাড়ীর সাবেক মেয়র Logo মাত্র ৭ রানে করেই অলআউট, টি-টোয়েন্টিতে লজ্জার বিশ্বরেকর্ড Logo যোগ্য মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি Logo রাজধানীতে ফের ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ Logo সাবেক আইজিপি মামুন ফের ৩ দিনের রিমান্ডে Logo গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে নির্মাণাধীন একটি সেতু থেকে গাড়ি পড়ল নদীতে, নিহত ৩ Logo অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে বললেন সিইসি Logo শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার আইটেম গানে নুসরাত জাহান
মহাদেবপুর-বদলগাছী আসন

যে কারনে সলিমের প্রতি ভোটারদের আস্থা বাড়ছে !

জোর প্রচারনায় সলিম উদ্দিন তরফদার

 একাধিক হামলার পর নওগাঁর মহাদেবপুর বদলগাছী আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে মনে করছেন ওই আসনের ট্রাক সমর্থক করা। দিন যত গড়াচ্ছে ভোটাররাও সিদ্ধান্ত শক্ত করছেন।

আর এ শক্ত সিদ্ধান্ত ট্রাকের পক্ষে গন জোয়ার হবে বলে দাবী করছেন ওই আসনের ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সলিম উদ্দিন তরফদারের ।

এ আসনে আরো যে সব প্রার্থীরা ভোটের মাঠে রয়েছেন তারা হলেন নৌকা প্রতিকে সৌরেন্দ্র নাথ চক্রবর্তি, জাতীয় পাটির লাঙ্গল প্রতিকে মাসুদ রানা, তৃনমুল বিএনপির সোনালী আশ প্রতিকে সোহেল কবির,ঈগল প্রতিকে মাহফুজা আকরাম, কেটলি প্রতিকে শামীনুর রহমান (চিকন) আলী। তবে ভোটের মাঠে লড়াই হবে নৌকা ও ট্রাক প্রতিকে ।মহাদেবপুর বদলগাছীর এ আসনে বিগত ২০১৩ সাল থেকে সাংসদ সলিম উদ্দিন দায়িত্ব পালন করছেন ।
এ আসনে দীর্ঘ ২ বার ক্ষমতায় থাকার ফলে রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট সহ দু থানার তৃনমুল পর্যায়ে অভাবনীয় উন্নয়ন সলিম উদ্দিন সাধারন মানুষের আস্থার জায়গা করতে সক্ষম হয়েছে । সাধারন মানুষের  সমস্যা সমাধানে সলিম উদ্দিন অন্যনো নেতাদের চেয়ে আলাদা । তিনি দরদ দিয়ে দীর্ঘ সময় তৃনমুল মানুষের কথা শুনেন এবং সমস্যা সমাধানে জোর ব্যবস্থা নেন বলছিলেন বদলগাছী এলাকার বাসিন্দা জফের উদ্দিন । অপর আর এক ব্যক্তি শহিদুল ইসলাম জানান, সলিম উদ্দিন তার ব্যাক্তি ইমেজ যথেষ্ট ভালো ফলে সাধারণ মানুষ তাকে পছন্দ করে । এ কারণে যত যাই বলুক সলিম উদ্দিনের প্রতি আমাদের আস্থা ষোলআনা আছে ।

এ প্রতিবেদক মহাদেবপুর এলাকার কয়েকজন বাসিন্দার সাথে কথা বলেন, সদর উপজেলার জুলফিকার আলী, আমিনুল ইসলাম, কৃষক হামিদুল ইসলাম বলেন, মানুষের দোষ গুন থাকে সলিম উদ্দিন তিনিও এর উর্ধে নয় । তবে তার বড় গুন হলো যখন যেখানে তাকে পাওয়া যায় মন খুলে সব কথা বলা যায় । আর তিনি দ্রত তার ব্যবস্থা নিয়ে থাকেন এটা আমাদের মত সাধারন মানুষের বড় পাওয়া । এ কারণে গ্রামের সাধারণ মানুষ সলিম উদ্দিন কে খুব ভালো বাসে । 

মহাদেবপুর বদলগাছী আসনে মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৯৪৬ জন ।  ভোটের দিন যত গড়াচ্ছে প্রচারনা ততই তুঙ্গে উঠছে । তবে বিগত দিনে ট্রাক প্রতিকের স্বতন্ত্র সমর্থকদের উপর একাধিক হামলা ও ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে । ট্রাক সমর্থকরা এ জন্য নৌকা প্রতিকের সমর্থকদের দিকে অভিযোগের তীর ছুরছেন ।এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী সলিম উদ্দিন তরফদার বলেন, আমার জনপ্রিয়তা দেখে নৌকা প্রতিকের লোকজন বেসামাল আচড়ন করছে।তারা ক্যাম্পে আগুন দিচ্ছে, প্রচারনায় বাঁধা দিচ্ছে ।এসব করে লাভ নাই ।কারণ মানুষের ভালবাসা আমার প্রতি অত্যান্ত বেশি। সুষ্টু ভোট হলে বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়ী হবে আশা প্রকাশ করেন ।

ট্যাগস

কুমিল্লায় ট্রেনের ধাক্কায়, অটোরিকশার ৫ যাত্রী নিহত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

মহাদেবপুর-বদলগাছী আসন

যে কারনে সলিমের প্রতি ভোটারদের আস্থা বাড়ছে !

আপডেট সময় ০২:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

 একাধিক হামলার পর নওগাঁর মহাদেবপুর বদলগাছী আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে মনে করছেন ওই আসনের ট্রাক সমর্থক করা। দিন যত গড়াচ্ছে ভোটাররাও সিদ্ধান্ত শক্ত করছেন।

আর এ শক্ত সিদ্ধান্ত ট্রাকের পক্ষে গন জোয়ার হবে বলে দাবী করছেন ওই আসনের ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সলিম উদ্দিন তরফদারের ।

এ আসনে আরো যে সব প্রার্থীরা ভোটের মাঠে রয়েছেন তারা হলেন নৌকা প্রতিকে সৌরেন্দ্র নাথ চক্রবর্তি, জাতীয় পাটির লাঙ্গল প্রতিকে মাসুদ রানা, তৃনমুল বিএনপির সোনালী আশ প্রতিকে সোহেল কবির,ঈগল প্রতিকে মাহফুজা আকরাম, কেটলি প্রতিকে শামীনুর রহমান (চিকন) আলী। তবে ভোটের মাঠে লড়াই হবে নৌকা ও ট্রাক প্রতিকে ।মহাদেবপুর বদলগাছীর এ আসনে বিগত ২০১৩ সাল থেকে সাংসদ সলিম উদ্দিন দায়িত্ব পালন করছেন ।
এ আসনে দীর্ঘ ২ বার ক্ষমতায় থাকার ফলে রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট সহ দু থানার তৃনমুল পর্যায়ে অভাবনীয় উন্নয়ন সলিম উদ্দিন সাধারন মানুষের আস্থার জায়গা করতে সক্ষম হয়েছে । সাধারন মানুষের  সমস্যা সমাধানে সলিম উদ্দিন অন্যনো নেতাদের চেয়ে আলাদা । তিনি দরদ দিয়ে দীর্ঘ সময় তৃনমুল মানুষের কথা শুনেন এবং সমস্যা সমাধানে জোর ব্যবস্থা নেন বলছিলেন বদলগাছী এলাকার বাসিন্দা জফের উদ্দিন । অপর আর এক ব্যক্তি শহিদুল ইসলাম জানান, সলিম উদ্দিন তার ব্যাক্তি ইমেজ যথেষ্ট ভালো ফলে সাধারণ মানুষ তাকে পছন্দ করে । এ কারণে যত যাই বলুক সলিম উদ্দিনের প্রতি আমাদের আস্থা ষোলআনা আছে ।

এ প্রতিবেদক মহাদেবপুর এলাকার কয়েকজন বাসিন্দার সাথে কথা বলেন, সদর উপজেলার জুলফিকার আলী, আমিনুল ইসলাম, কৃষক হামিদুল ইসলাম বলেন, মানুষের দোষ গুন থাকে সলিম উদ্দিন তিনিও এর উর্ধে নয় । তবে তার বড় গুন হলো যখন যেখানে তাকে পাওয়া যায় মন খুলে সব কথা বলা যায় । আর তিনি দ্রত তার ব্যবস্থা নিয়ে থাকেন এটা আমাদের মত সাধারন মানুষের বড় পাওয়া । এ কারণে গ্রামের সাধারণ মানুষ সলিম উদ্দিন কে খুব ভালো বাসে । 

মহাদেবপুর বদলগাছী আসনে মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৯৪৬ জন ।  ভোটের দিন যত গড়াচ্ছে প্রচারনা ততই তুঙ্গে উঠছে । তবে বিগত দিনে ট্রাক প্রতিকের স্বতন্ত্র সমর্থকদের উপর একাধিক হামলা ও ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে । ট্রাক সমর্থকরা এ জন্য নৌকা প্রতিকের সমর্থকদের দিকে অভিযোগের তীর ছুরছেন ।এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী সলিম উদ্দিন তরফদার বলেন, আমার জনপ্রিয়তা দেখে নৌকা প্রতিকের লোকজন বেসামাল আচড়ন করছে।তারা ক্যাম্পে আগুন দিচ্ছে, প্রচারনায় বাঁধা দিচ্ছে ।এসব করে লাভ নাই ।কারণ মানুষের ভালবাসা আমার প্রতি অত্যান্ত বেশি। সুষ্টু ভোট হলে বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়ী হবে আশা প্রকাশ করেন ।