টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের খাবি খাওয়া খুব বেশি দূরের কথা না। তবে সংগ্রামের সময়টা এই বছর কিছুটা হলেও পেছনে ফেলতে আসতে পেরেছেন নাজমুল হোসেন শান্তরা। ২০২৩ সালে এখন পর্যন্ত ১০ ম্যাচের ৮টিতেই জিতেছে বাংলাদেশ। হেরেছে মাত্র এক ম্যাচ, আরেকটির ফল হয়নি।
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সামনে রেখে বাংলাদেশ দলের ব্যাটার তাওহিদ হৃদয় জানিয়েছেন, সামনে আরো দাপটের সঙ্গে খেলতে চান তাঁরা। শেষ টি-টোয়েন্টি জিতলে বছরটা আরো রাঙানোরও যে সুযোগ থাকছে। নিউজিল্যান্ডে প্রথমবার টি-টোয়েন্টি জয়ের পর সিরিজ জেতার হাতছানি বাংলাদেশের সামনে। এমন উপলক্ষের সামনে দাঁড়িয়ে তাওহিদ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি এটা আমাদের শুরু। সামনে আরও ভালো করব। আরও দাপটের সঙ্গে খেলব।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে কাজ করছেন জানিয়ে তাওহিদ আরো যোগ করেন, ‘আমাদের সবগুলো ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশি সময় নেই।
আর আমাদের হাতে অনেক ম্যাচ আছে, সেটাও না। সামনে হয়তো বিপিএল আছে, এরপর দু’একটা সিরিজ আছে। তো আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য ম্যাচ অনেক বড় সুযোগ। আমরা চেষ্টা করব সুযোগ কাজে লাগানোর। সামনে যেহেতু বিশ্বকাপ, আমার মনে হয় সবাই এটা জানে।