রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান। এ সপ্তাহের শুরুর দিকে পারস্য উপসাগরে বিরোধপূর্ণ দ্বীপ নিজেদের বলে দাবি করে ইরান। সেই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে আরব দেশগুলোর সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছে রাশিয়া।
এ কারণে প্রতিবাদ জানাতে তেহরানে নিয়োজিত রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ইরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, রাশিয়ার ওই কূটনীতিককে শনিবার তলব করে তাকে একটি চিঠি ধরিয়ে দেয়া হয়েছে, যাতে তিনি তা মস্কোর হাতে তুলে দেন। ষষ্ঠ আরব-রাশিয়া কো-অপারেশন ফোরাম মরক্কো থেকে যে যৌথ বিবৃতি দিয়েছে এতে তার প্রতিবাদ জানানো হয়েছে।
দাবি জানানো হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে যেসব দ্বীপ নিয়ে বিরোধ আছে তার একটি শান্তিপূর্ণ সমাধানের। শনিবার দিনের শুরুর দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ফোনে বলেন, দুই দেশের সম্পর্কের মৌলিক ভিত্তি হলো একে অন্যের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে সম্মান করা। বিরোধপূর্ণ দ্বীপগুলো নিয়ে এ বছর এ নিয়ে দ্বিতীয়বার রাশিয়ার কোনো কূটনীতিককে তলব করলো ইরান।
একই রকম বিবৃতি দেয়ার ফলে জুলাইয়ে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তেহরান। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক খুবই গাঢ় হয়েছে। এই যুদ্ধে রাশিয়াকে চোখ বন্ধ করে সমর্থন দিচ্ছে ইরান। তাদের মধ্যে এমন কূটনৈতিক উত্তেজনা খুবই বিরল।