‘হোয়াইটওয়াশ নাকি ইতিহাস’! ব্যাটে-বলে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে তার জবাব দিলেন নাজমুল হোসেন শান্তর দল ।প্রথমবারের মতো কিউইদের মাটিতে ওয়ানডে জিতে গড়লেন ইতিহাস। প্রথমবারের মতো ৫০ ওভারের ফরম্যাটে জয় তাও ১৮ ম্যাচ খেলার পর।
সময়ের হিসেব করলে ১৫ বছরে প্রথম। ২০০৭ এ নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল টাইগাররা। গতকাল নেপিয়ারে টসে জিতে কিউইদের ব্যাট করতে পাঠিয়ে মাত্র ৯৮ রানে গুঁড়িয়ে দেয় টাইগার বোলাররা। এরপর ৯ উইকেটের বড় বড় জয়। গেল বছর নিউজিল্যান্ড সফরে টেস্টেও বাংলাদেশ প্রথমবারের মতো জয় পেয়েছিল মুমিনুল হক সৌরভের নেতৃত্বে। বলার অপেক্ষা রাখে না যুগ পেরিয়ে ‘নিউজিল্যান্ড জয়’ করতে শিখেছে বাংলাদেশ। এমন জয়ের পর অধিনায়ক নিজের দলকে নিয়ে গর্বিত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত। সিরিজ শুরু হওয়ার আগে, আমরা সিরিজ জেতার কথা ভেবেছিলাম। কিন্তু প্রথম দুই ম্যাচে জিততে পারিনি, আজকে জিততে পেরেছি। বোলাররা অনেক কিছু শিখেছে। তারা ভালো জায়গায় বল করেছে, উইকেটের পেছনে ছোটেনি। বোলাররা আজ যেভাবে বল করেছে, শান্তি পাওয়ার মতো।’
প্রথম দুই ম্যাচ জিতে কিউইরা সিরিজ নিশ্চিত করেছিল আগেই। তবে তারা যে খুব সহজেই জয় পেয়েছে তা নয়। দুই ম্যাচেই ব্যাটে-বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু তিন বিভাগে ভালো করতে না পারার ব্যর্থতা দলকে হারের মুখে ঠেলে দিয়েছিল। গতকাল বোলাররা দারুণ সূচনা এনে দেন। পরে ব্যাট হাতে ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন শান্ত। তবে এমন জয়ের পরও তার কন্ঠে আক্ষেপ ঝরে সিরিজ হাতছাড়া হওয়ায়।
তিনি বলেন, ‘যদি ইতিহাস চিন্তা করেন, তাহলে অবশ্যই গর্ব করার মতো ফল করেছি। একটা ম্যাচ জিততে পেরেছি। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি সিরিজ জিততেই এসেছিলাম এবং এটা বলার সময় আমি সত্যিকার অর্থেই বুঝিয়েছিলাম। প্রথম ম্যাচে বৃষ্টির জন্য আমরা হয়তো কিছুটা দুর্ভাগা ছিলাম। আমাদের বোলিং অপশনগুলো শেষ হয়ে গিয়েছিল। অবশ্যই আমরা খুশি যে জিততে পেরেছি। তবে সিরিজ জিততে পারলে আরও ভালো লাগতো।’
নিউজিল্যান্ডের মাটিতে আগেই টেস্ট জিতেছিল বাংলাদেশ। এবার ওয়ানডেতেও এলো জয়। এই সফরেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে জয়ে আত্মবিশ্বাস পেলেও আলাদা ফরম্যাটে ভিন্ন পরিকল্পনার কথাই বলছেন শান্ত। তিনি বলেন, ‘এই ম্যাচ আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে কিন্তু টি-টোয়েন্টি আলাদা ফরম্যাট। আমরা ওভাবেই তার জন্য পরিকল্পনা করবো।
আমরা কিছু জায়গায় ঘুরতে (বেড়ানো) যাওয়ার চিন্তা করেছি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে কিছুদিনের ভেতরই টি-টোয়েন্টি খেলতে হবে। তবে মোটিভেশন (প্রেরণা) দিয়ে খুব বেশি ম্যাচ জেতা সম্ভব না। এটা আমি বিশ্বাস করি না। আমরা কত ভালো প্রস্তুতি নিচ্ছি, জিততে চাই কি না, এটাই গুরুত্বপূর্ণ। দুই দিন সুযোগ আছে ভালো প্রস্তুতি নেওয়ার।’