ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইনজুরিতেই বছর শেষ করছেন ১১ আর্জেন্টাইন তারকা

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ১২:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • ১৬৪৭ Time View

আর মাত্র সাত দিন বাকি আছে চলতি বছর শেষ হতে । ফুটবল দুনিয়ায় নতুন বছরের সবার মনে আনন্দ থাকলেও আর্জেন্টিনার জন্য এটি মোটেও স্বস্তির নয়। কারণ তাদের ১১ জন ফুটবলার ধুঁকছে ইনজুরিতে । 

চোটের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বছরের শেষটা মোটেও সুখের ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য। যখন নতুন বছরের পরিকল্পনা সাজাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকারা, তখনই ইনজুরির থাবায় পড়লেন লাউতারো মার্টিনেজ-পাওলো দিবালারা।

এই ১১ ফুটবলারের অধিকাংশ চোটে পড়েছেন গত কয়েক সপ্তাহে। এর মধ্যে লা লিগায় ৩ আর্জেন্টাইন, ৫ জন প্রিমিয়ার লিগে এবং ৩ জন সিরি-এ তে খেলতে গিয়ে চোটে পড়েছেন। তবে তাদের সবাই ২০২৪ সালে মাঠে ফিরে আসতে পারবেন বলেই প্রত্যাশা করা হচ্ছে। ইনজুরিতে থাকা ফুটবলাররা হলেন- মার্কস এক্যুনা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, পাওলো দিবালা, নিকোলাস গোঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ, হুয়ান ফোয়াথ, এনজো ফার্নান্দেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসার্ন্দো মার্টিনেজ, গুইদো রদ্রিগেজ ও এমিলিয়ানো বুয়েনডিয়া।

ইনজুরিতেই বছর শেষ করছেন ১১ আর্জেন্টাইন তারকা

আপডেট সময় ১২:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

আর মাত্র সাত দিন বাকি আছে চলতি বছর শেষ হতে । ফুটবল দুনিয়ায় নতুন বছরের সবার মনে আনন্দ থাকলেও আর্জেন্টিনার জন্য এটি মোটেও স্বস্তির নয়। কারণ তাদের ১১ জন ফুটবলার ধুঁকছে ইনজুরিতে । 

চোটের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বছরের শেষটা মোটেও সুখের ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য। যখন নতুন বছরের পরিকল্পনা সাজাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকারা, তখনই ইনজুরির থাবায় পড়লেন লাউতারো মার্টিনেজ-পাওলো দিবালারা।

এই ১১ ফুটবলারের অধিকাংশ চোটে পড়েছেন গত কয়েক সপ্তাহে। এর মধ্যে লা লিগায় ৩ আর্জেন্টাইন, ৫ জন প্রিমিয়ার লিগে এবং ৩ জন সিরি-এ তে খেলতে গিয়ে চোটে পড়েছেন। তবে তাদের সবাই ২০২৪ সালে মাঠে ফিরে আসতে পারবেন বলেই প্রত্যাশা করা হচ্ছে। ইনজুরিতে থাকা ফুটবলাররা হলেন- মার্কস এক্যুনা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, পাওলো দিবালা, নিকোলাস গোঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ, হুয়ান ফোয়াথ, এনজো ফার্নান্দেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসার্ন্দো মার্টিনেজ, গুইদো রদ্রিগেজ ও এমিলিয়ানো বুয়েনডিয়া।