প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আজ দেশে ফিরছেন বাংলাদেশের যুবারা। বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছনোর কথা তাঁদের।
জানা গেছে, বিমানবন্দরে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে থাকবে বিসিবির পরিচালকদের একাংশ। সেখানে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরা বাংলাদেশ দলকে ফুলেল সংবর্ধনা দেওয়া হবে। বিমানবন্দর থেকে যুবাদের নিয়ে যাওয়া হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
মিরপুরে যুবারা সংবাদমাধ্যমের সামনে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানাবেন। এটা তো গেল আজকের দিনের কথা।
আগামীকালও ব্যস্ত সময় পার করতে হবে মাহফুজুর রহমান রাব্বি-মারুফ মৃধাদের। বিসিবির পক্ষ থেকে যে তাঁদের জন্য অভ্যর্থনার আয়োজন করা হচ্ছে। যদিও অভ্যর্থনায় ঠিক কী কী আয়োজন থাকছে, সেটা এখনো চূড়ান্ত হয়নি।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাওসার জানিয়েছেন, আগামীকালের আয়োজনে যুবাদের জন্য কেক কাটার ব্যবস্থা থাকবে।
এবাবের যুব এশিয়া কাপে বেশ দাপুটে ক্রিকেট খেলেছেন বাংলাদেশের যুবারা। একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। গতকাল ফাইনালেও আমিরাতের যুবাদের ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা।