ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণে ৩ পুলিশ আহত

বগুড়ায়  অবরোধ সমর্থনে বিএনপির মিছিল থেকে পুলিশকে  লক্ষ করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃতরা । এতে আহত হয়েছেন তিন পুলিশ । বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তিনমাথা মোড়ে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

আহতরা হলেন গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক ও জয়দেব কুমার সাহা। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে গাবতলীর হাসপাতাল মোড় থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। তারা তিনমাথা মোড়ে আসার পর পুলিশ সদস্যদের দেখে হাতবোমার বিস্ফোরণ ঘটান। এতে দায়িত্বরত তিন পুলিশ কর্মকর্তা আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ আসার আগেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

এ বিষয়ে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও পৌরমেয়র সাইফুল ইসলাম বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে তিনমাথা মোড়ের দিকে যাচ্ছিল। পুলিশের সঙ্গে থেকে আওয়ামী লীগ নেতারা হাতবোমার বিস্ফোরণ ঘটান। বিএনপির কেউ এ ঘটনা ঘটাননি। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএনপি তাদের কর্মসূচি থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটান। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিএনপির মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণে ৩ পুলিশ আহত

আপডেট সময় ০৬:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

বগুড়ায়  অবরোধ সমর্থনে বিএনপির মিছিল থেকে পুলিশকে  লক্ষ করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃতরা । এতে আহত হয়েছেন তিন পুলিশ । বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তিনমাথা মোড়ে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

আহতরা হলেন গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক ও জয়দেব কুমার সাহা। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে গাবতলীর হাসপাতাল মোড় থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। তারা তিনমাথা মোড়ে আসার পর পুলিশ সদস্যদের দেখে হাতবোমার বিস্ফোরণ ঘটান। এতে দায়িত্বরত তিন পুলিশ কর্মকর্তা আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ আসার আগেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

এ বিষয়ে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও পৌরমেয়র সাইফুল ইসলাম বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে তিনমাথা মোড়ের দিকে যাচ্ছিল। পুলিশের সঙ্গে থেকে আওয়ামী লীগ নেতারা হাতবোমার বিস্ফোরণ ঘটান। বিএনপির কেউ এ ঘটনা ঘটাননি। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএনপি তাদের কর্মসূচি থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটান। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।