ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় ট্রেনের নিচে বাছুর পড়ে ফাটলো এয়ার পাইপ

গতকাল ( মঙ্গলবার ) রাত ৭ টার দিকে নওগাঁর  রানীনগর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে য়ায় । সে সময় যওয়া পথে একটি গরুর বাছুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পরে একটি  এয়ার পাইপ ভেঙে যায়  । এ এয়ার পাইপটি মেরামত করতে প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লাগে ।  

জানা যয়, বিকেল সাড়ে ৩ টার দিকে ট্রেনটি রানীনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় একটি গরুর বাছুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে বাছুরটি মারা যায়। তবে বাছুরের কারণে ট্রেনের এয়ার পাইপটি ভেঙে যায়। ফলে আটকে যায় ট্রেনটি।

রানীনগর স্টেশনের মাস্টার আব্দুল খালেক বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৩টার দিকে রানীনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় একটি বাছুর ট্রেনের নিচে চাপা পড়ে। মিটার গেজ একটু নিচু হওয়ায় বাছুরটি এয়ার পাইপের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে এয়ার পাইপটি ভেঙে যায়। এতে ট্রেনটি স্টেশনের রেলগেট এলাকায় আটকা পড়ে।

স্টেশন মাস্টার আরও বলেন, পরে সান্তাহার ক্যারেজ ডিপার্টমেন্টের লোকজন এসে এয়ার পাইপটি মেরামত করে। এরপর রাত ৭ টা ১২মিনিটে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নওগাঁয় ট্রেনের নিচে বাছুর পড়ে ফাটলো এয়ার পাইপ

আপডেট সময় ০২:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

গতকাল ( মঙ্গলবার ) রাত ৭ টার দিকে নওগাঁর  রানীনগর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে য়ায় । সে সময় যওয়া পথে একটি গরুর বাছুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পরে একটি  এয়ার পাইপ ভেঙে যায়  । এ এয়ার পাইপটি মেরামত করতে প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লাগে ।  

জানা যয়, বিকেল সাড়ে ৩ টার দিকে ট্রেনটি রানীনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় একটি গরুর বাছুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে বাছুরটি মারা যায়। তবে বাছুরের কারণে ট্রেনের এয়ার পাইপটি ভেঙে যায়। ফলে আটকে যায় ট্রেনটি।

রানীনগর স্টেশনের মাস্টার আব্দুল খালেক বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৩টার দিকে রানীনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় একটি বাছুর ট্রেনের নিচে চাপা পড়ে। মিটার গেজ একটু নিচু হওয়ায় বাছুরটি এয়ার পাইপের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে এয়ার পাইপটি ভেঙে যায়। এতে ট্রেনটি স্টেশনের রেলগেট এলাকায় আটকা পড়ে।

স্টেশন মাস্টার আরও বলেন, পরে সান্তাহার ক্যারেজ ডিপার্টমেন্টের লোকজন এসে এয়ার পাইপটি মেরামত করে। এরপর রাত ৭ টা ১২মিনিটে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।