মালয়েশিয়া একটি নির্মাণাধীন ভবন ধসে বাংলদেশি তিন শ্রমিকের মৃত্যু হয়েছে । নির্মাণাধীন ঐভবনের শ্রমিকরা ছিলো সবাই বাংলাদেশি । এই ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বলে জানানো হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৮ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পেনাং শহরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পেনাংয়ের উপ-পুলিশ প্রধান মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, উদ্ধারকারীরা এখন পর্যন্ত আটকে পড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে খুঁজে পেয়েছেন। ঘটনাস্থলে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। তিনি বলেন, নির্মাণাধীন ওই ভবনে কাজের জন্য ১৮ জন শ্রমিককে নিয়োগ করা হয়েছিল। এ সময় তারা কেউ নামাজের জন্য বের হননি।
তিনি বলেন, এখন পর্যন্ত নিহত তিনজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং অপর একজন হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের আঘাত বেশ গুরুতর বলে জানানো হয়।
মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, আমরা ধারণা করছি ধ্বংসস্তূপের নিচে হয়তো আরও চারজন আটকা পড়ে থাকতে পারেন। তিনি নিশ্চিত করেছেন যে, সেখানে কাজ করা সব শ্রমিকই বাংলাদেশি নাগরিক।