দ্বাদশ জাতীয় নির্বাচনে নওগাঁ ছয়টি আসনে মোট ৪৪ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এদের মধ্যে চারটি আসনে বর্তমান সংসদ সদস্য নৌকার টিকিট পেলেও দুটি আসনে বর্তমান সংসদ সদস্য মনোনয়ন বঞ্চিত হয়েছেন।
তবে ছয় আসনে দলের মনোনীত প্রার্থীর চেয়ে নিজেদের বেশি জনপ্রিয় দাবি করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের ছয় নেতা।
তারা হলেন, নওগাঁ-১ আসনে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেকুজ্জামান তোতা, নওগাঁ-২ আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব হোসেন, নওগাঁ-৩ আসনে বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৪ আসনে জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক এস এম ব্রুহানী সুলতান, নওগাঁ-৫ আসনে পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ ও নওগাঁ-৬ আসনে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক সুমন।
নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে বর্তমান সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক আমলা সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ (মান্দা) আসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদ মোর্শেদ বাবু, নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে নিজাম উদ্দিন জলিল এবং নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে আনোয়ার হোসেন হেলাল।
খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে খালেকুজ্জামান তোতা বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পাঁচবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। এত দিন ইউনিয়ন পর্যায়ে কাজ করেছি। ফলে এখানকার জনগণ আমাকে আরও বড় পরিসরে কাজ করে এলাকার উন্নয়ন করাতে চায়।
ছলিম উদ্দিন তরফদার বলেন, আমি ৪০ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মহাদেবপুরের চেরাগপুর ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি, এরপর তিনবার চেয়ারম্যান হিসেবে মানুষের সেবা করেছি। ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী আকরাম হোসেন চৌধুরীকে পরাজিত করে আমি সংসদ সদস্য হয়েছি। গত নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছি।
এবারও আসা করেছিলাম, দল আমাকে মনোনয়ন দেবে। কিন্তু নেত্রীর বিবেচনায় আমি মনোনয়ন পাইনি। আমার সমর্থকরা চাপ সৃষ্টি করছেন নির্বাচনের জন্য। তাই সিদ্ধান্ত নিয়েছি দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো। এবারও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবো।