সন্ধ্যায় ঘরের মাঠে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে নাটকীয়ভাবে হারিয়ে বসুন্ধরা কিংস চোখ রেখেছিল ভারতের দুই ক্লাব মোহনবাগান ও ওড়িশা এফসির ম্যাচের দিকে।
মোহনবাগান জিতলে শেষ ম্যাচে কিংসকেও জিততে হতো ওড়িশা এফসির বিপক্ষে। স্বদেশী ক্লাবকে হারিয়ে এএফসি কাপের জোনাল সেমিফাইনালের প্লে-অফে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পারেনি মোহনবাগান। উল্টো শোচনীয়ভাবে ৫-২ গোলে হারায় এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছে ভারতীয় জায়ান্টদের।
সোমবার ঘরের মাঠে ওড়িশা এফসির কাছে হারায় শেষ ম্যাচে জিতলেও পরের রাউন্ডে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই মোহনবাগানের।
বসুন্ধরা কিংসের শেষ ম্যাচ ১১ ডিসেম্বর ওড়িশার বিপক্ষে। গ্রুপসেরা হতে বসুন্ধরা কিংসের এখন ড্র করলেই চলবে।
৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে বসুন্ধরা কিংস। মোহনবাগানকে হারিয়ে সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওড়িশা এফসি। ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে মোহনবাগান।