ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চাটখিলে পুকুর পাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলায় সাত বছরের এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ফেহা আক্তার (৭)। গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জসড়া গ্রামে মোল্লাবাড়ির পাশের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফেহা আক্তার স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম ফারুক হোসেন। তিনি জানান, তাঁদের বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিলের প্রস্তুতি চলছিল। গতকাল দুপুরে সেখানে তাঁর মেয়েসহ আরও কয়েকজন শিশু খেলা করছিল। বেলা আনুমানিক দুইটা থেকে ফেহাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে সন্ধ্যা সাতটার দিকে পুকুরপাড়ে মেয়ের লাশ পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেন স্থানীয় লোকজন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ রাত ৯টার দিকে এসে লাশ উদ্ধার করে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে লাশের মাথা, বাঁ চোখ ও কপালের মাঝখানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

আজ সকালে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, শিশু ফেহা হত্যাকাণ্ডের ঘটনা জানার পরপরই তিনি থানা-পুলিশকে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের নির্দেশ দিয়েছেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।

চাটখিলে পুকুর পাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

নোয়াখালীর চাটখিল উপজেলায় সাত বছরের এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ফেহা আক্তার (৭)। গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জসড়া গ্রামে মোল্লাবাড়ির পাশের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফেহা আক্তার স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম ফারুক হোসেন। তিনি জানান, তাঁদের বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিলের প্রস্তুতি চলছিল। গতকাল দুপুরে সেখানে তাঁর মেয়েসহ আরও কয়েকজন শিশু খেলা করছিল। বেলা আনুমানিক দুইটা থেকে ফেহাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে সন্ধ্যা সাতটার দিকে পুকুরপাড়ে মেয়ের লাশ পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেন স্থানীয় লোকজন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ রাত ৯টার দিকে এসে লাশ উদ্ধার করে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে লাশের মাথা, বাঁ চোখ ও কপালের মাঝখানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

আজ সকালে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, শিশু ফেহা হত্যাকাণ্ডের ঘটনা জানার পরপরই তিনি থানা-পুলিশকে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের নির্দেশ দিয়েছেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।