বয়স মাত্র ১৫ বছর ৮ মাস ১৬ দিন। এত অল্প বয়সে পেশাদার ফুটবলে অভিষেক, স্বপ্নের চেয়েও যেন বেশি কিছু। তবে ইতালিয়ান সিরি ‘আ’তে এই বয়সে এসি মিলানের মত ঐতিহ্যবাহী দলের হয়ে অভিষেক ঘটলো সদ্য কৈশোরে পা রাখা ফ্রান্সেসকো কামারদার।
ফিওরেন্টিনার বিপক্ষে রোববার রাতে ৮৩তম মিনিটে লুকা জোভিকের পরিবর্তে যখন মাঠে নামেন ফ্রান্সেসকো, তখনই ইতিহাসটা গড়ে ফেলেন তিনি। ইতালিয়ান ফুটবলের ইতিহাসে এখন ফ্রান্সেসকো কামারদাই হলেন সর্বকনিষ্ট ফুটবলার, যার সিরি-আ তে অভিষেক হলো। অভিষেক ম্যাচটা জয় দিয়েই রাঙ্গালেন তরুণ এই ফুটবলার। ১-০ গোলের ব্যবধানে ফিওরেন্টিনাকে হারিয়েছে এসি মিলান। পেনাল্টি থেকে গোলটি করেছেন থিও হার্নান্দেজ।
এ নিয়ে সিরি-আ তে শেষ ৫ ম্যাচের মধ্যে একটি মাত্র ম্যাচে জয় পেলো মিলান। তবে এমন এক ম্যাচেই মাত্র ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে পথচলা শুরু হলো ফ্রান্সেসকো কামারদার।
কোচ পিওলি বলেন, ‘প্রথমার্ধে দারুণ খেলেছি আমরা। তবে এটাই আমাদের সেরা সামর্থ্য নয়। এর চেয়ে ভালো করার সামর্থ্য আছে আমাদের।’