করিম বেনজেমা, ফাবিনহো, এনগোল কন্তের কোচ হচ্ছেন আর্জেন্টিনার সাবেক ফুটবল খেলোয়াড় মার্সেলো গালার্ডো। সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদের সঙ্গে আর্জেন্টিনার সাবেক তারকার সঙ্গে এরই মধ্যে ১৮ মাসের চুক্তিও হয়েছে বলে ইএসপিএন জানিয়েছে।
পর্তুগিজ কোচ নুনো এসপিরিতোর স্থলাভিষিক্ত হবেন রিভার প্লেটের সাবেক কোচ গালার্ডো। গত সপ্তাহে এসপিরিতোকে আল ইত্তিহাদ বরখাস্ত করেছে। সৌদি প্রো লিগের শিরোপা এনে দেওয়ার ছয় মাস পরই এসপিরিতোর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছে আল ইত্তিহাদ। বর্তমান চ্যাম্পিয়ন হলেও লিগে আল ইত্তিহাদের অবস্থা স্বস্তিদায়ক নয়। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১১। ১৩ ম্যাচের সাতটিতে জয় ইত্তিহাদের। বাকি ছয় ম্যাচের তিনটিতে হার, তিনটিতে ড্র।
৪৭ বছর বয়সী গালার্ডো এক বছর আগে রিভার প্লেটের দায়িত্ব ছেড়েছেন। সর্বশেষ ম্যাচে তার অধীনে রিভার প্লেট রিয়াল বেতিসকে ৪-০ গোলে হারিয়েছিল। রিভার প্লেটের ইতিহাসে গালার্ডো সবচেয়ে সফল কোচ। ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি আর্জেন্টিনার ক্লাবটির দায়িত্বে ছিলেন। এ সময় তার অধীনে রিভার প্লেট আটটি শিরোপা জয় করেছে। এর মধ্যে তিনটি ছিল কোপা লিবারতাদোরেস কাপ। গত বছরের অক্টোবর মাস থেকে তিনি কোচিং থেকে দূরে ছিলেন।
গালার্ডোর কোচিং ক্যারিয়ার ৪২৫ ম্যাচের। এর মধ্যে ২২৮ ম্যাচে জয়। খেলোয়াড় হিসেবে তিনি রিভার প্লেটের হয়ে ছয়বার লিগ শিরোপা জয় করেছেন। একবার কোপা লিবারতাদোরেস কাপের শিরোপাও পেয়েছেন।