ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

প্রতিপক্ষ নিয়ে ভাবছে না ফুটবলাররা

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ১২:৩৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ১৬৩০ Time View

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ব্যবধান কত তা ফিফা র‌্যাংকিং দেখলেই বোঝা যায় ।  দুইদলের মধো ব্যবধান ১৫৬ । তবে র‍্যাংকিং, শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকলেও এসব নিয়ে ভাবছে না এশিয়ার শীর্ষ দলটি।

প্রতিপক্ষ দুর্বল হোক বা শক্তিশালী, সেসব মাথায় না নিয়ে মাঠে নিজেদের কাজেই বেশি মনোযোগী অস্ট্রেলিয়া।
দলটির ডিফেন্ডার আজিজ বেহিচ বলছিলেন, ‘আমরা শুধু আমাদের নিয়েই ভাবছি এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জানি, আমরা মাঠে কী করতে পারি এবং নিজেদের থেকে কী আশা করতে পারি। উঁচু মানের ফুটবলে মনোযোগ আমাদের এবং প্রতিপক্ষ হোক র‍্যাংকিংয়ের ওপরের দিকের কিংবা নিচের দিকের দল।

কারণ এটা আন্তর্জাতিক ম্যাচ। এ ধরনের ম্যাচ সব সময় আলাদা হয়ে থাকে। আমরা নিজেদের ফেভারিট বা আন্ডারডগ মনে করে কখনো মাঠে নামি না।’ বিশ্বকাপের গত পাঁচ আসরেই খেলেছে অস্ট্রেলিয়া।
সর্বশেষ কাতারে শেষ ষোলোর লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে লড়াকু নৈপুণ্য দেখিয়েছিল সকারুরা। দুই দিন পরেই আরেকটি বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছে র‍্যাংকিংয়ে ২৭-এ থাকা দলটি। সেই লড়াইয়ে প্রথম প্রতিপক্ষ র‍্যাংকিংয়ের ১৮৩তম দল বাংলাদেশ। দুই দিন আগে মেলবোর্নে পৌঁছে গতকাল প্রথমবার অনুশীলন করেছে হাভিয়ের কাবরেরার দল। আবহাওয়া প্রতিকূল হওয়ায় সেখানে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও আছে জামাল ভুঁইয়াদের।

আট বছর আগে পার্থে একই মঞ্চে ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। ৫-০ গোলে হারের সেই ম্যাচে বাংলাদেশের অর্ধেই খেলা হয়েছিল পুরোটা সময়। সেটা মাথায় রেখেই অচেনা কন্ডিশনের পাশাপাশি অস্ট্রেলিয়ার শক্তিশালী আক্রমণভাগের সামনে বাংলাদেশের লড়াইয়ের ধরন কেমন হবে সেটা নিয়েই আপাতত কাজ করছে বাংলাদেশ দল।

গতকাল অনুশীলনের পর আক্রমণভাগের খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, ‘আমরা রক্ষণ কিভাবে সামলাব, সেটা নিয়ে কাজ করেছি। অস্বীকার করার কিছু নেই যে ওরা (অস্ট্রেলিয়া) বিশ্বের অন্যতম দল। ওরা অনেক বেশি আক্রমণ করবে। সেগুলো যতটা নষ্ট করা যায় সেদিকে আমাদের নজর থাকবে বেশি।’

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

প্রতিপক্ষ নিয়ে ভাবছে না ফুটবলাররা

আপডেট সময় ১২:৩৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ব্যবধান কত তা ফিফা র‌্যাংকিং দেখলেই বোঝা যায় ।  দুইদলের মধো ব্যবধান ১৫৬ । তবে র‍্যাংকিং, শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকলেও এসব নিয়ে ভাবছে না এশিয়ার শীর্ষ দলটি।

প্রতিপক্ষ দুর্বল হোক বা শক্তিশালী, সেসব মাথায় না নিয়ে মাঠে নিজেদের কাজেই বেশি মনোযোগী অস্ট্রেলিয়া।
দলটির ডিফেন্ডার আজিজ বেহিচ বলছিলেন, ‘আমরা শুধু আমাদের নিয়েই ভাবছি এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জানি, আমরা মাঠে কী করতে পারি এবং নিজেদের থেকে কী আশা করতে পারি। উঁচু মানের ফুটবলে মনোযোগ আমাদের এবং প্রতিপক্ষ হোক র‍্যাংকিংয়ের ওপরের দিকের কিংবা নিচের দিকের দল।

কারণ এটা আন্তর্জাতিক ম্যাচ। এ ধরনের ম্যাচ সব সময় আলাদা হয়ে থাকে। আমরা নিজেদের ফেভারিট বা আন্ডারডগ মনে করে কখনো মাঠে নামি না।’ বিশ্বকাপের গত পাঁচ আসরেই খেলেছে অস্ট্রেলিয়া।
সর্বশেষ কাতারে শেষ ষোলোর লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে লড়াকু নৈপুণ্য দেখিয়েছিল সকারুরা। দুই দিন পরেই আরেকটি বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছে র‍্যাংকিংয়ে ২৭-এ থাকা দলটি। সেই লড়াইয়ে প্রথম প্রতিপক্ষ র‍্যাংকিংয়ের ১৮৩তম দল বাংলাদেশ। দুই দিন আগে মেলবোর্নে পৌঁছে গতকাল প্রথমবার অনুশীলন করেছে হাভিয়ের কাবরেরার দল। আবহাওয়া প্রতিকূল হওয়ায় সেখানে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও আছে জামাল ভুঁইয়াদের।

আট বছর আগে পার্থে একই মঞ্চে ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। ৫-০ গোলে হারের সেই ম্যাচে বাংলাদেশের অর্ধেই খেলা হয়েছিল পুরোটা সময়। সেটা মাথায় রেখেই অচেনা কন্ডিশনের পাশাপাশি অস্ট্রেলিয়ার শক্তিশালী আক্রমণভাগের সামনে বাংলাদেশের লড়াইয়ের ধরন কেমন হবে সেটা নিয়েই আপাতত কাজ করছে বাংলাদেশ দল।

গতকাল অনুশীলনের পর আক্রমণভাগের খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, ‘আমরা রক্ষণ কিভাবে সামলাব, সেটা নিয়ে কাজ করেছি। অস্বীকার করার কিছু নেই যে ওরা (অস্ট্রেলিয়া) বিশ্বের অন্যতম দল। ওরা অনেক বেশি আক্রমণ করবে। সেগুলো যতটা নষ্ট করা যায় সেদিকে আমাদের নজর থাকবে বেশি।’