ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

নীরবে দেশে ফিরলেন ক্রিকেটাররা

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০১:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • ১৫১০ Time View

অন্য কোনো সময় হলে বিমানবন্দরে সাজ সাজ রব পড়ে যেতো। নিরাপত্তা কর্মী ও বিমানবন্দর কর্তৃপক্ষর বাড়তি কর্ম ব্যস্ততা, মিডিয়ার উৎসুক উপস্থিতি বিরাজ করতো।

শুধু তাই নয়, বাইরে শত শত ভক্ত ও সমর্থক ফুলের তোড়া, মালা নিয়ে উন্মুখ অপেক্ষার প্রহর গুনতো। কিন্তু হায়! আজ রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসবের কিছুই নেই। এতটুকু হইচই ছিল না। বিমান বন্দরে বোঝাই যায়নি যে টিম বাংলাদেশ বিশ্বকাপ খেলে দেশে ফিরে এসেছে। আর আট-দশদিনের মতো, রোববার সকালেও তেমন নীরবে-নিভৃতে অনেকটা গোপনেই বিশ্বকাপ খেলে দেশে ফিরলো বাংরাদেশ জাতীয় ক্রিকেট দল।

ভক্ত ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়া দুরে থাক, বাংলাদেশ জাতীয় দলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তাও উপস্থিত ছিলেন না । শুধু প্রটোকল ম্যানেজার ও সদা তৎপর ওয়াসিম খানই জাতীয় দলকে বিমানবন্দরে শুভেচ্ছা জানান। যেহেতু অধিনাক সাকিব আল হাসান আঙ্গুলে ব্যাথা পেয়ে আগেই দেশে ফিরে এসেছেন। তাই আজ রোববার পুনে থেকে সকাল ১০ টা নাগাদ জাতীয় দলের বাকি সদস্যরা বাংলাদেশ বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেন। দলের সঙ্গে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ফিরেছেন।

এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের আগে চুক্তি নবায়ন না করার কথা জানিয়ে দেয়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, প্রধান সহকারি কোচ নিক পোথাস, ফিল্ডিং কোচ নিক লি, ট্রেনার শন ম্যাকডরমট, টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরাম ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসনের কেউ দলের সাথে ঢাকায় ফিরে আসেননি।

বলে রাখা ভাল, কোচিং স্টাফদের মধ্যে হেড কোচ হাথুরুসিংহে আর প্রধান সহকারি কোচ নিক পোথাস ছাড়া বাকি ৬ কোচিং স্টাফের চুক্তি শেষ হয়ে যাবে চলতি নভেম্বরের ৩০ তারিখ। তবে যেহেতু নিউজিল্যান্ডের সাথে এই নভেম্বরের ২৮ তারিখ থেকে দেশের মাটিতে টেস্ট সিরিজ শুরু এবং ২ ম্যাচের সিরিজ শেষে আবার ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ নিউজিল্যান্ডে, তাই সব কোচিং স্টাফকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে বিসিবি।

ওই ৬ জনের মধ্যে ডোনাল্ড তা মেনে এ বছরের শেষ দিন পর্যন্ত কাজ করবেন বলে মনে হয় না। তিনি পুনেতে শেষ ম্যাচের আগে টিম মিটিংয়েই বিদায়ের ঘোষণা দিয়েছেন। বাকি ৫ জনের কে কে থাকবেন? তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসনও টিম বাংলাদেশের সাথে আর কাজ করবেন না।

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নীরবে দেশে ফিরলেন ক্রিকেটাররা

আপডেট সময় ০১:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

অন্য কোনো সময় হলে বিমানবন্দরে সাজ সাজ রব পড়ে যেতো। নিরাপত্তা কর্মী ও বিমানবন্দর কর্তৃপক্ষর বাড়তি কর্ম ব্যস্ততা, মিডিয়ার উৎসুক উপস্থিতি বিরাজ করতো।

শুধু তাই নয়, বাইরে শত শত ভক্ত ও সমর্থক ফুলের তোড়া, মালা নিয়ে উন্মুখ অপেক্ষার প্রহর গুনতো। কিন্তু হায়! আজ রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসবের কিছুই নেই। এতটুকু হইচই ছিল না। বিমান বন্দরে বোঝাই যায়নি যে টিম বাংলাদেশ বিশ্বকাপ খেলে দেশে ফিরে এসেছে। আর আট-দশদিনের মতো, রোববার সকালেও তেমন নীরবে-নিভৃতে অনেকটা গোপনেই বিশ্বকাপ খেলে দেশে ফিরলো বাংরাদেশ জাতীয় ক্রিকেট দল।

ভক্ত ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়া দুরে থাক, বাংলাদেশ জাতীয় দলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তাও উপস্থিত ছিলেন না । শুধু প্রটোকল ম্যানেজার ও সদা তৎপর ওয়াসিম খানই জাতীয় দলকে বিমানবন্দরে শুভেচ্ছা জানান। যেহেতু অধিনাক সাকিব আল হাসান আঙ্গুলে ব্যাথা পেয়ে আগেই দেশে ফিরে এসেছেন। তাই আজ রোববার পুনে থেকে সকাল ১০ টা নাগাদ জাতীয় দলের বাকি সদস্যরা বাংলাদেশ বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেন। দলের সঙ্গে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ফিরেছেন।

এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের আগে চুক্তি নবায়ন না করার কথা জানিয়ে দেয়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, প্রধান সহকারি কোচ নিক পোথাস, ফিল্ডিং কোচ নিক লি, ট্রেনার শন ম্যাকডরমট, টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরাম ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসনের কেউ দলের সাথে ঢাকায় ফিরে আসেননি।

বলে রাখা ভাল, কোচিং স্টাফদের মধ্যে হেড কোচ হাথুরুসিংহে আর প্রধান সহকারি কোচ নিক পোথাস ছাড়া বাকি ৬ কোচিং স্টাফের চুক্তি শেষ হয়ে যাবে চলতি নভেম্বরের ৩০ তারিখ। তবে যেহেতু নিউজিল্যান্ডের সাথে এই নভেম্বরের ২৮ তারিখ থেকে দেশের মাটিতে টেস্ট সিরিজ শুরু এবং ২ ম্যাচের সিরিজ শেষে আবার ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ নিউজিল্যান্ডে, তাই সব কোচিং স্টাফকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে বিসিবি।

ওই ৬ জনের মধ্যে ডোনাল্ড তা মেনে এ বছরের শেষ দিন পর্যন্ত কাজ করবেন বলে মনে হয় না। তিনি পুনেতে শেষ ম্যাচের আগে টিম মিটিংয়েই বিদায়ের ঘোষণা দিয়েছেন। বাকি ৫ জনের কে কে থাকবেন? তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসনও টিম বাংলাদেশের সাথে আর কাজ করবেন না।