ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

সেমিফাইনাল অনিশ্চিত প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০৪:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • ১৫১৫ Time View

বিশ্বকাপে এমনিতেই ফর্মে নেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার উপর একের পর এক ইনজুরিতে পড়ছেন তিনি। এবার সেমিফাইনালের আগে ফের ইনজুরির কবলে পড়েছেন প্রোটিয়া অধিনায়ক।

গতকাল শুক্রবার (১০ নভেম্বর) গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে অনুষ্ঠিত ওই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বাভুমা। ম্যাচটিতে প্রথম ইনিংসের ৯ বল খেলার পরই মাঠ ত্যাগ করেন প্রোটিয়া অধিনায়ক।

এরপর ৪ ওভার পর্যন্ত মাঠের বাইরে ছিলেন তিনি। পরে মাঠে নামলেও তাকে ভালোভাবে ফিল্ডিং করতে দেখা যায়নি। মিড উইকেট অঞ্চলে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন। তাকে বল তাড়ায় দেখেই মনে হয়েছে ফিটনেস সমস্যায় ভুগছেন বাভুমা।

অধিনায়ক হিসেবে প্রয়োজন অনুসারে বোলারদের সাথে দ্রুত আলোচনা করতে ছুটে যাওয়ার কথা তার। সেখানেও তাকে নিস্ক্রীয় দেখা গিয়েছে। এরপর যথারীতি ওপেনার হিসেবে ব্যাট করতেও নেমেছিলেন। কিন্তু তখনই দেখা গিয়েছিলো দৌড়ে রান নিতে গিয়ে সমস্যা পড়ছেন বারবার। বেশ কিছুক্ষণ দেখা গিয়েছিলো, খোঁড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত ২৩ রান করে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান তিনি।

আগামী ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে। ওই ম্যাচে খেলতে পারবেন কিনা সে বিষয়ে অনিশ্চিয়তায় পড়েছেন প্রোটিয়া ওপেনার। তবে এ বিষয়ে নিশ্চিত হতে হলে অপেক্ষা করতে দিনের শেষ বেলা পর্যন্ত। আজ ফিটনেস নিয়ে বাভুমার পায়ে স্ক্যান করানো হবে। এরপরই সিদ্ধান্ত নিতে পারবে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট।

এ বিষয়ে বাভুমা বলেছেন, ‘অবশ্যই আমার পায়ে ব্যথা আছে, এটি কতটুকু পর্যন্ত গড়াবে সেটি জানি না। কিন্তু তবে এটি অবশ্যই ভালোর দিকে যাবে (সেমিফাইনালের জন্য)।’

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

সেমিফাইনাল অনিশ্চিত প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার

আপডেট সময় ০৪:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

বিশ্বকাপে এমনিতেই ফর্মে নেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার উপর একের পর এক ইনজুরিতে পড়ছেন তিনি। এবার সেমিফাইনালের আগে ফের ইনজুরির কবলে পড়েছেন প্রোটিয়া অধিনায়ক।

গতকাল শুক্রবার (১০ নভেম্বর) গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে অনুষ্ঠিত ওই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বাভুমা। ম্যাচটিতে প্রথম ইনিংসের ৯ বল খেলার পরই মাঠ ত্যাগ করেন প্রোটিয়া অধিনায়ক।

এরপর ৪ ওভার পর্যন্ত মাঠের বাইরে ছিলেন তিনি। পরে মাঠে নামলেও তাকে ভালোভাবে ফিল্ডিং করতে দেখা যায়নি। মিড উইকেট অঞ্চলে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন। তাকে বল তাড়ায় দেখেই মনে হয়েছে ফিটনেস সমস্যায় ভুগছেন বাভুমা।

অধিনায়ক হিসেবে প্রয়োজন অনুসারে বোলারদের সাথে দ্রুত আলোচনা করতে ছুটে যাওয়ার কথা তার। সেখানেও তাকে নিস্ক্রীয় দেখা গিয়েছে। এরপর যথারীতি ওপেনার হিসেবে ব্যাট করতেও নেমেছিলেন। কিন্তু তখনই দেখা গিয়েছিলো দৌড়ে রান নিতে গিয়ে সমস্যা পড়ছেন বারবার। বেশ কিছুক্ষণ দেখা গিয়েছিলো, খোঁড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত ২৩ রান করে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান তিনি।

আগামী ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে। ওই ম্যাচে খেলতে পারবেন কিনা সে বিষয়ে অনিশ্চিয়তায় পড়েছেন প্রোটিয়া ওপেনার। তবে এ বিষয়ে নিশ্চিত হতে হলে অপেক্ষা করতে দিনের শেষ বেলা পর্যন্ত। আজ ফিটনেস নিয়ে বাভুমার পায়ে স্ক্যান করানো হবে। এরপরই সিদ্ধান্ত নিতে পারবে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট।

এ বিষয়ে বাভুমা বলেছেন, ‘অবশ্যই আমার পায়ে ব্যথা আছে, এটি কতটুকু পর্যন্ত গড়াবে সেটি জানি না। কিন্তু তবে এটি অবশ্যই ভালোর দিকে যাবে (সেমিফাইনালের জন্য)।’