জর্ডানে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এই সফরে তিনি মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতা এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এই সফরের শুরুতেই তিনি লেবানন এবং কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এই শীর্ষ মার্কিন কর্মকর্তা। লেবাননের প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে যে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির গুরুত্ব সম্পর্কে ব্লিঙ্কেনকে জোর দিয়েছেন নাজিব মিকাতি।
কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানির সঙ্গেও সাক্ষাৎ করেছেন ব্লিঙ্কেন। এই সফরে সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। এর আগে শুক্রবার গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান ব্লিঙ্কেন। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, হামাসের হাতে বন্দী সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় হামলা বন্ধ হবে না।
এদিকে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানকার আল শিফা হাসপাতালের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাম্বুলেন্সের একটি বহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
এসব অ্যাম্বুলেন্সে করে আহত ফিলিস্তিনিদের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা ক্রসিংয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ইসরায়েলি বাহিনী সেগুলো লক্ষ্য করে বর্বর হামলা চালিয়েছে।