ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গরু চুরির মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

জামালপুর সদর উপজেলায় গরু চুরির একটি মামলায় ছাত্রলীগের সাবেক এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে হওয়া এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসলাম সওদাগর (৩০) ও তাঁর বড় ভাই আনোয়ার হোসেন (৫০)। তাঁদের মধ্যে আসলাম সওদাগর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁদের বাড়ি উপজেলার লাহাড়িকান্দা এলাকায়। আজ মঙ্গলবার দুপুরে গরু চুরির মামলায় তাঁদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের গোড়ারকান্দা এলাকার সোহরাব আলীর দুটি ও আবুল কালামের একটি গরু চুরি হয়। এর পর থেকে সোহরাব আলী বিভিন্ন জায়গায় গরু দুটির খোঁজ করছিলেন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে বিভিন্নভাবে সোহরাব আলী জানতে পারেন, আসলাম সওদাগরের বাড়িতে তাঁর গরু দুটি আছে। তিনি লোকজন নিয়ে আসলামের বাড়িতে যান এবং গোয়ালঘরে তাঁর দুটিসহ তিনটি গরু দেখতে পান। এরপর পুলিশ গিয়ে ওই বাড়ি থেকে তিনটি গরুসহ তাঁদের দুজনকে আটক করে।

জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, তিনটি চুরি হওয়া গরুসহ সাবেক ওই ছাত্রলীগ নেতা ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে গরু চুরির সঙ্গে তাঁদের সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় গরুর মালিক সোহরাব আলী বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আসলাম সওদাগর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি মোস্তফা কামাল। তিনি বলেন, ‘তবে আসলাম এখন কোনো পদে নেই। গতকাল তিনি গরু চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলে জানতে পেরেছি।’

 

গরু চুরির মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

জামালপুর সদর উপজেলায় গরু চুরির একটি মামলায় ছাত্রলীগের সাবেক এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে হওয়া এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসলাম সওদাগর (৩০) ও তাঁর বড় ভাই আনোয়ার হোসেন (৫০)। তাঁদের মধ্যে আসলাম সওদাগর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁদের বাড়ি উপজেলার লাহাড়িকান্দা এলাকায়। আজ মঙ্গলবার দুপুরে গরু চুরির মামলায় তাঁদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের গোড়ারকান্দা এলাকার সোহরাব আলীর দুটি ও আবুল কালামের একটি গরু চুরি হয়। এর পর থেকে সোহরাব আলী বিভিন্ন জায়গায় গরু দুটির খোঁজ করছিলেন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে বিভিন্নভাবে সোহরাব আলী জানতে পারেন, আসলাম সওদাগরের বাড়িতে তাঁর গরু দুটি আছে। তিনি লোকজন নিয়ে আসলামের বাড়িতে যান এবং গোয়ালঘরে তাঁর দুটিসহ তিনটি গরু দেখতে পান। এরপর পুলিশ গিয়ে ওই বাড়ি থেকে তিনটি গরুসহ তাঁদের দুজনকে আটক করে।

জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, তিনটি চুরি হওয়া গরুসহ সাবেক ওই ছাত্রলীগ নেতা ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে গরু চুরির সঙ্গে তাঁদের সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় গরুর মালিক সোহরাব আলী বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আসলাম সওদাগর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি মোস্তফা কামাল। তিনি বলেন, ‘তবে আসলাম এখন কোনো পদে নেই। গতকাল তিনি গরু চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলে জানতে পেরেছি।’