রাজশাহীতে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মো. গোলাম কাজেম আলী আহমাদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
সোমবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, ডা. গোলাম কাজেম আলী আহমাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এসময় বক্তার বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দেবীনগর ইউনিয়নের কৃতিসন্তান ডা. গোলাম কাজেম আলী আহম্মেদকে গত রাত চেম্বার থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে। এ হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। তারা বলেন, রাজশাহী একটি শান্তির শহর।
এ শহরে প্রকাশ্যে রাস্তায় হত্যার রহস্য উদঘাটনের জন্য সাংবাদিক, পুলিশ প্রশাসন অনুরোধ জানাই। ডা. গোলাম কাজেম আলীকে নৃশংসভাবে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় দেবীনগর স্টুডেন্টস কমিউনিটি রাজশাহী সদস্য খাবিরুল ইসলাম, শরিফুল ইসলাম, নূর মোহাম্মদ, সোহেল রানা, আতাউর রহমান, তাজিমুল ইসলাম, মনিরুল ইসলাম ও ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।