ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অধিনায়ক হবো কখনো ভাবিনি “মোহাম্মদ হৃদয় খান”

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০৪:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ১৪৮৭ Time View

কোচ ও ম্যানেজার বদল করে এবার আবাহনী নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে। গত মৌসুমে  কোন শিরোপা জিততে না পারায়  এবার বড় খোপ নিয়ে মাঠে  নামেছে তারা  । শুক্রবার গোপালগঞ্জে স্বাধীনতা কাপে বাংলাদেশ বিমানবাহিনীর বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করেছে আকাশী-নীলরা। শুরুর ম্যাচে জিতেছে ২-০ গোলে।

ওই ম্যাচে আরেকটি চমক ছিল অধিনায়ক। নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্টে আবাহনীর টিম ম্যানেজমেন্ট অধিনায়কের দায়িত্ব দিয়েছে তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় খানকে। ২১ বছর বয়সী হৃদয় নিজেই অবাক হয়েছেন এত বড় দায়িত্ব পাওয়ার পর।

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর হৃদয় খান বলেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২০১৮ সালে আবাহনীতে যোগ দিয়েছিলাম। এখন খেলছি সিনিয়র দলে। এবার স্বাধীনতা কাপের প্রথম ম্যাচে আমি অধিনায়কত্ব করেছি। অবশ্যই অন্যরকম অনুভূতি কাজ করছে আমার মধ্যে। হৃদয় খান বলেন আবাহনীর মতো এত বড় দলের অধিনায়কের দায়িত্ব পাবো তা আমি কখনো ভাবিনি। এটা আমার জন্য বড় পাওয়া।  আগে থেকে কেউ আমাকে কিছু বলেননি। প্রথম ম্যাচে মাঠে খেলতে নামার আগে আমাকে বলা হয়েছিল। আমি অবাক হয়েছিলাম।

হৃদয় খান বলেন  আমার ফুটবলে হাতেখড়ি নারায়নগঞ্জের রেইনবো একাডেমিতে। এরপর আমি পাইওনিয়ার লিগ খেলি জুরাইন ফুটবল একাডেমির জার্সিতে। তারপর তৃতীয় বিভাগ রেইনবো এসসি, দ্বিতীয় বিভাগ পূর্বাচল পরিষদ। এরপর প্রথম বিভাগ ফ্রেন্ডস সোশ্যাল অর্গানাইজেশন হয়ে আবাহনীতে।

 

 

অধিনায়ক হবো কখনো ভাবিনি “মোহাম্মদ হৃদয় খান”

আপডেট সময় ০৪:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

কোচ ও ম্যানেজার বদল করে এবার আবাহনী নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে। গত মৌসুমে  কোন শিরোপা জিততে না পারায়  এবার বড় খোপ নিয়ে মাঠে  নামেছে তারা  । শুক্রবার গোপালগঞ্জে স্বাধীনতা কাপে বাংলাদেশ বিমানবাহিনীর বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করেছে আকাশী-নীলরা। শুরুর ম্যাচে জিতেছে ২-০ গোলে।

ওই ম্যাচে আরেকটি চমক ছিল অধিনায়ক। নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্টে আবাহনীর টিম ম্যানেজমেন্ট অধিনায়কের দায়িত্ব দিয়েছে তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় খানকে। ২১ বছর বয়সী হৃদয় নিজেই অবাক হয়েছেন এত বড় দায়িত্ব পাওয়ার পর।

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর হৃদয় খান বলেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২০১৮ সালে আবাহনীতে যোগ দিয়েছিলাম। এখন খেলছি সিনিয়র দলে। এবার স্বাধীনতা কাপের প্রথম ম্যাচে আমি অধিনায়কত্ব করেছি। অবশ্যই অন্যরকম অনুভূতি কাজ করছে আমার মধ্যে। হৃদয় খান বলেন আবাহনীর মতো এত বড় দলের অধিনায়কের দায়িত্ব পাবো তা আমি কখনো ভাবিনি। এটা আমার জন্য বড় পাওয়া।  আগে থেকে কেউ আমাকে কিছু বলেননি। প্রথম ম্যাচে মাঠে খেলতে নামার আগে আমাকে বলা হয়েছিল। আমি অবাক হয়েছিলাম।

হৃদয় খান বলেন  আমার ফুটবলে হাতেখড়ি নারায়নগঞ্জের রেইনবো একাডেমিতে। এরপর আমি পাইওনিয়ার লিগ খেলি জুরাইন ফুটবল একাডেমির জার্সিতে। তারপর তৃতীয় বিভাগ রেইনবো এসসি, দ্বিতীয় বিভাগ পূর্বাচল পরিষদ। এরপর প্রথম বিভাগ ফ্রেন্ডস সোশ্যাল অর্গানাইজেশন হয়ে আবাহনীতে।