একের পর এক ম্যাচ হারে ক্রিকেট বিশ্লেষকদের কাছে এখন সমালোচনার মুখে বাংলাদেশের ক্রিকেট । গতকাল ডাচদের সাথে প্রতিদ্বন্দ্বিতাহীন ম্যাচে ৮৭ রানে হার । ২৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ডাচদের বিপক্ষে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি বাংলাদেশ। গ্লানিমাখা এ হারের পর বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
হার্শা দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করে আসছেন। বাংলাদেশ ভালো করলে অনেকবারই তাঁর মুখে প্রশংসা শোনা গেছে। বাংলাদেশ ক্রিকেট নিয়মিত অনুসরণের অভিজ্ঞতা থেকেই হার্শা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সমর্থকদের উদ্দেশে একটা প্রশ্ন রেখেছেন, ‘বাংলাদেশকে কিছু কঠিন প্রশ্ন নিজেদের করতে হবে। বাংলাদেশি সমর্থকেরা আপনাদের মতে সাকিব, মুশফিক ও তামিমদের ব্যাচের পর আর সত্যিকার অর্থে কোনো বিশ্বমানের খেলোয়াড় কি এসেছে?’
হঠাৎ হার্শার এই প্রশ্ন করার কারণ কী? হতে পারে লিটন দাস ও নাজমুল হোসেনদের এখনো বিশ্বমানের মনে করেন না এই ক্রিকেট বিশ্লেষক। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় লিটনের। দীর্ঘসময় আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও ধারাবাহিক হতে পারেননি লিটন। এবারের বিশ্বকাপেও বাংলাদেশের বড় ভরসার জায়গা ছিলেন তিনি। তবে নিজের কাজটা এখনো ঠিকঠাকভাবে করতে পারেননি। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে অর্ধশতক দুটিতে। বাকি চার ম্যাচে ছিলেন ব্যর্থ। অর্ধশতক করা দুটি ইনিংসকেই বড় শতকে রূপান্তর করা যেত। তাতে বাংলাদেশ আরও বড় ও লড়াই করার মতো সংগ্রহ পেত।
৭ বছর ধরে বাংলাদেশ দলে নিয়মিত খেলা মেহেদী হাসান মিরাজও এই বিশ্বকাপে তেমন কিছু করতে পারেননি। অথচ এসব ক্রিকেটারের ওপরই ভরসা রেখে বিশ্বকাপে দারুণ কিছুর প্রত্যাশায় ছিলেন বাংলাদেশের সমর্থকেরা। কিন্তু তাঁরা সবাই ব্যর্থ। হার্শা ভোগলের প্রশ্নটা তাই যথার্থই মনে হচ্ছে।