ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

মুকেশ আম্বানিকে হত্যার হুমকি

আবারও হত্যার হুমকি পেলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার ২০০ কোটি রুপি দাবি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে। এ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দু’বার হত্যার হুমকির বার্তা পেলেন মুকেশ।

মুম্বাই পুলিশ জানিয়েছে, এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) একটি অচেনা অ্যাকাউন্ট থেকে ইমেইল আসে মুকেশ আম্বানির কোম্পানির কাছে। সেই ইমেইলে ২০ কোটি রুপির দাবি জানানো হয়। যদি এই অর্থ না দেওয়া হয়, তা হলে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

শুক্রবারের সেই ইমেইলে বলা হয়েছিল, যদি ২০ কোটি রুপি না দেন, তা হলে আপনাকে খুন করা হবে। ভারতে আমাদের সবচেয়ে ভালো শুটার রয়েছে।

হত্যার হুমকি দেওয়া এই ইমেইল পাওয়ার পরই তার নিরাপত্তার দয়িত্বে থাকা কর্মকর্তা দেবেন্দ্র মুন্সিরাম গামদেবী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারপরই পুলিশ ওই ইমেইল প্রেরকের খোঁজে নামে। পাশাপাশি তদন্ত শুরু করে মুম্বাই পুলিশের অপরাধদমন শাখাও। কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে, সেই আইপি অ্যাড্রেস চিহ্নিত করা হয়েছে বলে জানায় পুলিশ। যে ব্যক্তি এই হুমকি বার্তা দিয়েছিলেন, তার নাম সাদাব খান বলেও দাবি করেছে পুলিশ।

কিন্তু প্রথম হুমকির পুরোপুরি কিনারা করে ওঠার আগেই ২৪ ঘণ্টার মধ্যে আবার সেই একই ইমেইল অ্যাকাউন্ট থেকে ২০০ কোটি রুপি দাবি করে ইমেইল পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ইমেইলে বলা হয়েছে আগের পাঠানো ইমেইলের কোনো উত্তর পাইনি। তাই রুপির পরিমাণ এবার ২০ কোটি থেকে বাড়িয়ে ২০০ কোটি করা হলো। যদি এই অর্থ না পাই, তা হলে মুকেশ অম্বানীর মৃত্যু অবধারিত।

পুলিশ আরও জানিয়েছে, এরই মধ্যে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ এবং ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগেও একাধিক বার খুনের হুমকি পেয়েছেন মুকেশ আম্বানি ও তার পরিবার। গত বছরেই হুমকির অভিযোগে বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ।

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

মুকেশ আম্বানিকে হত্যার হুমকি

আপডেট সময় ০১:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

আবারও হত্যার হুমকি পেলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার ২০০ কোটি রুপি দাবি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে। এ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দু’বার হত্যার হুমকির বার্তা পেলেন মুকেশ।

মুম্বাই পুলিশ জানিয়েছে, এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) একটি অচেনা অ্যাকাউন্ট থেকে ইমেইল আসে মুকেশ আম্বানির কোম্পানির কাছে। সেই ইমেইলে ২০ কোটি রুপির দাবি জানানো হয়। যদি এই অর্থ না দেওয়া হয়, তা হলে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

শুক্রবারের সেই ইমেইলে বলা হয়েছিল, যদি ২০ কোটি রুপি না দেন, তা হলে আপনাকে খুন করা হবে। ভারতে আমাদের সবচেয়ে ভালো শুটার রয়েছে।

হত্যার হুমকি দেওয়া এই ইমেইল পাওয়ার পরই তার নিরাপত্তার দয়িত্বে থাকা কর্মকর্তা দেবেন্দ্র মুন্সিরাম গামদেবী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারপরই পুলিশ ওই ইমেইল প্রেরকের খোঁজে নামে। পাশাপাশি তদন্ত শুরু করে মুম্বাই পুলিশের অপরাধদমন শাখাও। কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে, সেই আইপি অ্যাড্রেস চিহ্নিত করা হয়েছে বলে জানায় পুলিশ। যে ব্যক্তি এই হুমকি বার্তা দিয়েছিলেন, তার নাম সাদাব খান বলেও দাবি করেছে পুলিশ।

কিন্তু প্রথম হুমকির পুরোপুরি কিনারা করে ওঠার আগেই ২৪ ঘণ্টার মধ্যে আবার সেই একই ইমেইল অ্যাকাউন্ট থেকে ২০০ কোটি রুপি দাবি করে ইমেইল পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ইমেইলে বলা হয়েছে আগের পাঠানো ইমেইলের কোনো উত্তর পাইনি। তাই রুপির পরিমাণ এবার ২০ কোটি থেকে বাড়িয়ে ২০০ কোটি করা হলো। যদি এই অর্থ না পাই, তা হলে মুকেশ অম্বানীর মৃত্যু অবধারিত।

পুলিশ আরও জানিয়েছে, এরই মধ্যে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ এবং ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগেও একাধিক বার খুনের হুমকি পেয়েছেন মুকেশ আম্বানি ও তার পরিবার। গত বছরেই হুমকির অভিযোগে বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ।