কিশোরগঞ্জে বিএনপির ডাকা হরতালে আজ সকালে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪টি ফাঁকা গুলি ও ২টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এ সময় ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বিএনপি কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে জেলা শহরের পুরাতন থানা রেললাইনের কাছে পুলিশের সঙ্গে বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হরতাল পালনকারীরা পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পাল্টা ১৪টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।= পুলিশের দাবি, হরতাল পালনকারীরা পুলিশের টহলরত গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এরপর তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছোড়ে।
আজ সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সরেজমিন কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া, রেলস্টেশন, একরামপুর, পুরাতন থানা, স্টেশন রোড, কালীবাড়ি মোড়, গাইটাল ফার্মের মোড়, গাইটাল বাসস্ট্যান্ড, আখড়াবাজার, নগুয়া ও হয়বতনগর এলাকা ঘুরে দেখা যায়, মোড়ে মোড়ে পুলিশের টহল। এর মধ্যে স্টেশন রোডের সার্কিট হাউসের পাশে, একরামপুর, নগুয়াসহ কয়েকটি এলাকায় হরতাল পালনকারীরা টায়ারে আগুন ধরিয়ে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তবে পুলিশকে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা যায়। সার্কিট হাউস এলাকায় দুটি টায়ারে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে একদল পুলিশ গিয়ে পা দিয়ে রাস্তা থেকে টায়ার সরিয়ে আগুন নিভিয়ে ফেলে।
এ বিষয়ে কথা বলতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতিসহ বেশ কয়েকজন বিএনপি নেতার মুঠোফোন নম্বরে কল দিলে সেগুলো বন্ধ পাওয়া যায়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, পুলিশের টহলরত গাড়িকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা অতর্কিত রেললাইনের পাথর ও ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে তিনিসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া দুষ্কৃতকারীরা ইটনার ইউএনও ও দুদকের উপপরিচালকের গাড়িতেও হামলা চালায়। ইটনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ বলেন, তিনি গতকাল শনিবার কিশোরগঞ্জে চিকিৎসক দেখাতে এসেছিলেন। আজ রোববার সকালে তাঁকে করিমগঞ্জে বালিখলা ফেরিঘাটে নামিয়ে গাড়ি আবার কিশোরগঞ্জে আসার পথে শোলাকিয়া এলাকায় গাড়িতে হামলা হয়। গাড়ির সামনের ও পেছনের কাচ ভেঙে ফেলা হয়েছে। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কিশোরগঞ্জ শাখার উপপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, আজ জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি আছে। সে জন্য সকালে তিনি হয়বতনগর এলাকার কার্যালয় থেকে সকালে গাড়ি নিয়ে বের হওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় পুলিশ তাঁকে রক্ষা করে। তবে এ ঘটনায় তাঁর বা গাড়ির কোনো ক্ষতি হয়নি বলে তিনি জানান।
এদিকে হরতালের কারণে আজ সকাল ১০টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা শহরে যানবাহনের চলাচল কম ছিল। সকাল সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত কিশোরগঞ্জ গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করে দেখা যায়, বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়ানো। যাত্রীসহ অনেক মানুষের জটলা বাসস্ট্যান্ডে। এ সময় কয়েকজন জানান, সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। যে কারণে দূরদূরান্ত থেকে আসা অনেক যাত্রীকে ব্যাগ ও ল্যাগেজ নিয়ে ফিরে যেতে দেখা যায়।
করিমগঞ্জের কিরাটন থেকে গাইটাল বাসস্ট্যান্ডে আসা ওমর নাসিফ নামের একজন এইচএসসি পরীক্ষার্থী বলেন, আজ সকালে নরসিংদী গিয়ে কলেজের ক্লাস করার জন্য বাসস্ট্যান্ডে এসেছিলেন তিনি। এসে দেখেন সব বাস বন্ধ। মাঝেমধ্যে একটা করে সিএনজি চলছে। তবে দ্বিগুণেরও বেশি ভাড়া হাঁকছেন চালকেরা। আগে যেখানে ১০০ টাকা ভাড়া ছিল, এখন ২০০ বা এর বেশি নিচ্ছে। এ জন্য ঘণ্টাখানেক সেখানে দাঁড়িয়ে থেকে উপায় না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তিনি।