২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত হয়েছে প্রাণ-আরএফএলসহ ৭৩টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে প্রাণ-আরএফএলের রয়েছে পাঁচটি প্রতিষ্ঠান।
আগামীকাল রোববার (২৯ অক্টোবর) দুপুরে ওসমানি স্মৃতি মিলনায়নে নির্বাচিতদের হাতে ট্রফি তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে ট্রফি প্রাপকদের মধ্যে অনুভূতি ব্যক্ত করবেন রিফাত গার্মেন্টস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এবং প্রাণ ডেইরি লিমিটেড-এর পরিচালক (করপোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী।
প্রাণের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে কৃষি প্রক্রিয়াজাত পণ্য (তামাক ব্যতীত) খাতে স্বর্ণপদক পাচ্ছে প্রাণ ডেইরি লিমিটেড। পদকটি গ্রহণ করবেন প্রতিষ্ঠানটির পরিচালক (করপোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী। রৌপ্যপদক পাচ্ছে হবিগঞ্জ এগ্রো লিমিটেড, পদকটি গ্রহণ করবেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইলিয়াস মৃধা।
মেলামাইন পণ্য খাতে স্বর্ণপদক পাচ্ছে যথাক্রমে ডিউরেবল প্লাস্টিক লি.। পদকটি গ্রহণ করবেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রথীন্দ্র নাথ পাল (আরএন পাল)। প্লাস্টিক খাতে রৌপ্যপদক পাচ্ছে অলপ্ল্যাস্ট বাংলাদেশ লি.। পদকটি গ্রহণ করবেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সাইদ হোসাইন চৌধুরী। এছাড়াও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে রৌপ্যপদক পাচ্ছে রংপুর মেটাল ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেড। পদকটি গ্রহণ করবেন প্রাণ গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।