রাশিয়ার জার শাসকদের দীর্ঘদিনের স্বৈরতান্ত্রিক শাসন, রাশিয়া-জাপান যুদ্ধে পরাজয় ও প্রথম বিশ্বযুদ্ধের ব্যর্থতায় রাশিয়ার সাধারণ মানুষদের মনে ক্ষোভ দানা বাঁধে। তা ছাড়া প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে অর্থনৈতিক পরিস্থিতি মারাত্মক খারাপ হওয়ায় অনেকে কর্মসংস্থান হারিয়ে ফেলে। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ অবস্থায় ১৯১৭ সালের ৭ নভেম্বর ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিকরা রাশিয়ার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিয়ন্ত্রণ নেন। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ছিল ২৫ অক্টোবর, সে জন্য একে ‘অক্টোবর বিপ্লব’ হিসেবে অভিহিত করা হয়। লেনিনের কমিউনিস্ট পার্টির সমর্থকেরা বলশেভিক নামে পরিচিত। এ কারণে এ বিপ্লবকে ‘বলশেভিক বিপ্লব’ও বলা হয়ে থাকে।
সময়টা ২০০০ সালের ২৫ অক্টোবর। আফ্রিকার দেশ কেনিয়ার তুজেন পাহাড় থেকে মানবদেহের ফসিল উদ্ধার করা হয়। গবেষণার পর দেখা যায়, মানুষের এসব ফসিল প্রায় ৬০ লাখ বছর আগের। যে মানুষদের ফসিল উদ্ধার করা হয়, তাদের বলা হয় ‘মিলেনিয়াম ম্যান’। কম্পিউটারের অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি। মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট এই অপারেটিং সিস্টেম বানিয়েছে। ২০০১ সালের ২৫ অক্টোবর প্রথম সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়।
যুক্তরাষ্ট্রের ইভেল কেনিয়েভেল মোটরসাইকেল নিয়ে অনন্য কীর্তি গড়েছিলেন। ১৯৭৫ সালের এই দিনে ওহাইওতে তিনি মোটরসাইকেলে চেপে বিশাল এক লাফ দেন। এক লাফে পরপর দাঁড় করিয়ে রাখা ১৪টি বাস পেরিয়ে যান তিনি। এর মাধ্যেমে এক লাফে তিনি পার হন ৪০ মিটার বা প্রায় ১৩৩ ফুট দূরত্ব।
স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী ও স্থপতি পাবলো পিকাসোর জন্মদিন আজ। ১৮৮১ সালের এ দিনে তিনি জন্ম নিয়েছিলেন। ভিন্নধারায় ছবি একে ও ভাস্কর্য বানিয়ে আজও খ্যাতিমান হয়ে রয়েছেন তিনি। অন্যদিকে হালের জনপ্রিয় সংগীতশিল্পী কেটি পেরি। ১৯৮৪ সালের ২৫ অক্টোবর মার্কিন এই পপ তারকা জন্ম নিয়েছেন।