ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৩১ বছরের রেকর্ড ভাঙলেন রুট

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০২:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • ১৫২৫ Time View

  ১৯৯২ সালে সর্বশেষ ইংল্যান্ডের জার্সিতে খেলে ছিলেন গুচক,  তার ২১ম্যাচে ৮৯৭ রান নিয়ে চূরায় ছিলেন । গতকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে গুচকে ছাড়িয়ে গেলেন  জো রুট। বাংলাদেশের বিপক্ষে ৬৮ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলে ৩১ বছর ধরে বয়ে বেড়ানো গুচের সেই রেকর্ড ভেঙে দিলেন রুট।

গুচের রেকর্ড ভাঙতে রুটের লেগেছে মাত্র ১৯ ম্যাচ। সবমিলিয়ে বিশ্বকাপে রুটের রান এখন ৯১৭। ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপে এর পরের অবস্থানে আছেন যথাক্রমে ইয়ান বেল (৭১৮), অ্যালান লাম্ব (৬৫৬) ও গ্রায়েম হিক (৬৩৫)।

ক্যারিয়ারে তৃতীয় বিশ্বকাপ খেলছেন রুট। বিশ্বকাপে তার নামের পাশে আছে ৩টি সেঞ্চুরি। এবারের বিশ্বকাপেও ছন্দে আছেন রুট। নিউজিল্যান্ডের বিপক্ষেও ৭৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড় শচীন টেন্ডুলকার। ৪৪ ইনিংসে তার রান ২২৭৮। দ্বিতীয় স্থানে আছেন রিকি পন্টিং। তিনি ৪২ ইনিংসে রান করেছেন ১৭৪৩। এরপর কুমার সাঙ্গাকারা ১৫৩২ এবং ব্রায়ান লারা করেছেন ১২২৫ রান।

৩১ বছরের রেকর্ড ভাঙলেন রুট

আপডেট সময় ০২:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

  ১৯৯২ সালে সর্বশেষ ইংল্যান্ডের জার্সিতে খেলে ছিলেন গুচক,  তার ২১ম্যাচে ৮৯৭ রান নিয়ে চূরায় ছিলেন । গতকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে গুচকে ছাড়িয়ে গেলেন  জো রুট। বাংলাদেশের বিপক্ষে ৬৮ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলে ৩১ বছর ধরে বয়ে বেড়ানো গুচের সেই রেকর্ড ভেঙে দিলেন রুট।

গুচের রেকর্ড ভাঙতে রুটের লেগেছে মাত্র ১৯ ম্যাচ। সবমিলিয়ে বিশ্বকাপে রুটের রান এখন ৯১৭। ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপে এর পরের অবস্থানে আছেন যথাক্রমে ইয়ান বেল (৭১৮), অ্যালান লাম্ব (৬৫৬) ও গ্রায়েম হিক (৬৩৫)।

ক্যারিয়ারে তৃতীয় বিশ্বকাপ খেলছেন রুট। বিশ্বকাপে তার নামের পাশে আছে ৩টি সেঞ্চুরি। এবারের বিশ্বকাপেও ছন্দে আছেন রুট। নিউজিল্যান্ডের বিপক্ষেও ৭৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড় শচীন টেন্ডুলকার। ৪৪ ইনিংসে তার রান ২২৭৮। দ্বিতীয় স্থানে আছেন রিকি পন্টিং। তিনি ৪২ ইনিংসে রান করেছেন ১৭৪৩। এরপর কুমার সাঙ্গাকারা ১৫৩২ এবং ব্রায়ান লারা করেছেন ১২২৫ রান।