ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে: মির্জা ফখরুল Logo নরেন্দ্র মোদিকে খুনের হুমকি Logo যাত্রাবাড়ীতে ফের হাসনাত-সারজিসের গাড়িতে ট্রাকের ধাক্কা Logo বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘মিয়ানমার নৌবাহিনীর গুলিতে’ বাংলাদেশি জেলে আহত Logo সাম্প্রদায়িক উসকানিতে পা না দিয়ে দেশবাসীকে সজাগ থাকাতে হবে: মামুনুল হক Logo ঝালকাঠিতে সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা Logo চীন সরকারের আমন্ত্রণে, চীন সফরে গেলেন জামায়াত ও অন্যান্য দলের প্রতিনিধিরা Logo ১৫ বছর পর রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিভারপুলের জয় Logo ২০০ টাকার হিসাব দিতে না পারায় স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর Logo কর ফাঁকির ২ মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

পাকিস্তানে ভয়াবহ হামলায় কারা জড়িত জানাল পুলিশ

পাকিস্তানে একটি ইসলামি দলের রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৫ জন হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তারা মনে করছেন, দায়েস (আইএস) এই হামলা চালিয়েছে।

রবিবার পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) একটি সমাবেশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৩০ জন যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানের এই অঞ্চলের সাথে আফগানিস্তানের সীমান্ত রয়েছে।
জিও নিউজের খবরে বলা হয়েছে, বাজোর এবং পার্শ্ববর্তী এলাকার হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। জেলা পুলিশ কর্মকর্তা নাজির খান বলেন, ‘গুরুতর আহতদের সামরিক হেলিকপ্টারে করে পেশোয়ারের হাসপাতালে নেওয়া হয়।’

খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, তারা এখনও তদন্ত করছেন এবং তথ্য সংগ্রহ করছেন। সন্দেহভাজন তিনজনকে কাস্টডিতে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে হামলা বেড়েছে। পাকিস্তান তেহরিক-ই তালেবান বা টিটিপি অনেক হামলা চালিয়ে থাকে। তারা আফগানিস্তানকে ব্যবহার করে হামলা করছে বলে পাকিস্তান সরকারের অভিযোগ। যদিও আফগান সরকার বলেছে, তাদের ভূমি ব্যবহার করে বিদেশিদের মাটিতে হামলার কোনো সুযোগ তারা দেবে না।

ট্যাগস
সর্বাধিক পঠিত

স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে: মির্জা ফখরুল

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

পাকিস্তানে ভয়াবহ হামলায় কারা জড়িত জানাল পুলিশ

আপডেট সময় ১০:৫৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

পাকিস্তানে একটি ইসলামি দলের রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৫ জন হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তারা মনে করছেন, দায়েস (আইএস) এই হামলা চালিয়েছে।

রবিবার পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) একটি সমাবেশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৩০ জন যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানের এই অঞ্চলের সাথে আফগানিস্তানের সীমান্ত রয়েছে।
জিও নিউজের খবরে বলা হয়েছে, বাজোর এবং পার্শ্ববর্তী এলাকার হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। জেলা পুলিশ কর্মকর্তা নাজির খান বলেন, ‘গুরুতর আহতদের সামরিক হেলিকপ্টারে করে পেশোয়ারের হাসপাতালে নেওয়া হয়।’

খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, তারা এখনও তদন্ত করছেন এবং তথ্য সংগ্রহ করছেন। সন্দেহভাজন তিনজনকে কাস্টডিতে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে হামলা বেড়েছে। পাকিস্তান তেহরিক-ই তালেবান বা টিটিপি অনেক হামলা চালিয়ে থাকে। তারা আফগানিস্তানকে ব্যবহার করে হামলা করছে বলে পাকিস্তান সরকারের অভিযোগ। যদিও আফগান সরকার বলেছে, তাদের ভূমি ব্যবহার করে বিদেশিদের মাটিতে হামলার কোনো সুযোগ তারা দেবে না।