ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা Logo ১০ দিনের সফরে লন্ডনে গেলেন মির্জা ফখরুল Logo গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি ভয়াবহ হামলা ফিলিস্তিনে, নিহত ১০০ Logo স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে: মির্জা ফখরুল Logo নরেন্দ্র মোদিকে খুনের হুমকি Logo যাত্রাবাড়ীতে ফের হাসনাত-সারজিসের গাড়িতে ট্রাকের ধাক্কা Logo বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘মিয়ানমার নৌবাহিনীর গুলিতে’ বাংলাদেশি জেলে আহত Logo সাম্প্রদায়িক উসকানিতে পা না দিয়ে দেশবাসীকে সজাগ থাকাতে হবে: মামুনুল হক Logo ঝালকাঠিতে সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা Logo চীন সরকারের আমন্ত্রণে, চীন সফরে গেলেন জামায়াত ও অন্যান্য দলের প্রতিনিধিরা

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে জরুরি অর্থায়নের আহ্বান জাতিসংঘের

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ( ছবি: DW )

বাংলাদেশের কক্সবাজারের ক্যাম্পের রোহিঙ্গাদের মাসিক খাদ্য ভাউচার ৩ মাসের মধ্যে দ্বিতীয়বার কমানো হচ্ছে। এ নিয়ে রোহিঙ্গাদের দৈনিক রেশনের ৩৩ শতাংশ কমে আসবে।

রোহিঙ্গাদের প্রত্যেকের জন্য প্রতি মাসে ৮ মার্কিন ডলার বা ৮৪০ টাকার সমমূল্যের ফুড ভাউচার দেওয়া হবে।

এ অবস্থায় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য জরুরি অর্থায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘রেশনের কাটছাঁট প্রায় ১০ লাখ রোহিঙ্গার জীবনে প্রভাব ফেলবে, যারা খাদ্য সাহায্যের ওপর নির্ভরশীল, যাদের জীবনধারণের জন্য কর্মসংস্থানের সুযোগ-সম্ভাবনা নেই।’

চলতি বছরের শুরুতে রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাথাপিছু মাসিক ১২ মার্কিন ডলার মূল্যমানের রেশন দেওয়া হচ্ছিল। কিন্তু অর্থায়নের অভাবে ১ মার্চ থেকে তাদের মাথাপিছু মাসিক রেশন কমিয়ে ১০ মার্কিন ডলার করা হয়। এখন থেকে তা হবে ৮ ডলার।

এ প্রসঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে বিশ্ব খাদ্য সংস্থা বাংলাদেশে রোহিঙ্গাদের খাদ্য সাহায্য কমাতে বাধ্য হচ্ছে। এতে তাদের স্বাস্থ্য ও পুষ্টির ফলাফল হবে ভয়াবহ। নারী, শিশু ও সবচেয়ে নাজুক মানুষেরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমরা জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার আবেদন জানাচ্ছি।’

চলতি বছর রোহিঙ্গাদের জন্য ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের আবেদন করা হয়েছিল। ১ জুন পর্যন্ত এর মাত্র ২৪ দশমিক ৬ শতাংশ অর্থায়ন হয়েছে। এ কারণে অন্যান্য জরুরি কর্মসূচি ও কর্মকাণ্ডে কাটছাঁট করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস
সর্বাধিক পঠিত

আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে জরুরি অর্থায়নের আহ্বান জাতিসংঘের

আপডেট সময় ১২:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

বাংলাদেশের কক্সবাজারের ক্যাম্পের রোহিঙ্গাদের মাসিক খাদ্য ভাউচার ৩ মাসের মধ্যে দ্বিতীয়বার কমানো হচ্ছে। এ নিয়ে রোহিঙ্গাদের দৈনিক রেশনের ৩৩ শতাংশ কমে আসবে।

রোহিঙ্গাদের প্রত্যেকের জন্য প্রতি মাসে ৮ মার্কিন ডলার বা ৮৪০ টাকার সমমূল্যের ফুড ভাউচার দেওয়া হবে।

এ অবস্থায় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য জরুরি অর্থায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘রেশনের কাটছাঁট প্রায় ১০ লাখ রোহিঙ্গার জীবনে প্রভাব ফেলবে, যারা খাদ্য সাহায্যের ওপর নির্ভরশীল, যাদের জীবনধারণের জন্য কর্মসংস্থানের সুযোগ-সম্ভাবনা নেই।’

চলতি বছরের শুরুতে রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাথাপিছু মাসিক ১২ মার্কিন ডলার মূল্যমানের রেশন দেওয়া হচ্ছিল। কিন্তু অর্থায়নের অভাবে ১ মার্চ থেকে তাদের মাথাপিছু মাসিক রেশন কমিয়ে ১০ মার্কিন ডলার করা হয়। এখন থেকে তা হবে ৮ ডলার।

এ প্রসঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে বিশ্ব খাদ্য সংস্থা বাংলাদেশে রোহিঙ্গাদের খাদ্য সাহায্য কমাতে বাধ্য হচ্ছে। এতে তাদের স্বাস্থ্য ও পুষ্টির ফলাফল হবে ভয়াবহ। নারী, শিশু ও সবচেয়ে নাজুক মানুষেরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমরা জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার আবেদন জানাচ্ছি।’

চলতি বছর রোহিঙ্গাদের জন্য ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের আবেদন করা হয়েছিল। ১ জুন পর্যন্ত এর মাত্র ২৪ দশমিক ৬ শতাংশ অর্থায়ন হয়েছে। এ কারণে অন্যান্য জরুরি কর্মসূচি ও কর্মকাণ্ডে কাটছাঁট করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।