ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ Logo ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়: শাকিব খান Logo যুক্তরাজ্যে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু! Logo নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা Logo নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন, নয়তো ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা

নওগাঁ থেকে এবার ৫শ মেট্রিক টন আম যাবে বিদেশে

 
নওগাঁয় এবার আমের ভালো ফলন হয়েছে । গেলো বার এ জেলা থেকে ৭৭ মেট্রিন আম বিদেশে রপ্তানী করা হয় । আমের গুনগতমান ভালো পাওয়ায় এবার ৫শ মেট্রিক টন আম রপ্তানীর অর্ডার পেয়েছে বাগান মালিকরা ।

আর রপ্তানী উপযোগী আম উৎপাদনে বাগান গুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা ।গাছে থোকায় থোকায় ঝুলছে আম । স্থানীয় চাহিদা পুরণের পাশাপাশী এসব আম বিদেশে রপ্তানী করার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা । রুপালী বারিফোর ব্যানানা জাতের আম পরিপক্ক হওয়ার অন্তত ১ মাস আগে ভরা হয়েছে হলুদ রংয়ের বিশেষ ব্যাগে । নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান গুলোতে বিদেশে রপ্তানীর জন্য এসব আমে চলছে বাড়তি পরিচর্যা ।

গেলো বছর এ জেলা থেকে ৭৭ মেট্রিক টন আম বিদেশে যায় । এসব আমের গুনগত মান ভালো পাওয়ায় চলতি বছর ৫শ মেট্রিক টনের উপরে আম মধ্যেপ্রাচ্য, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে রপ্তানীর অর্ডার পেয়েছে নওগাঁর বাগান মালিকরা । তবে আম রপ্তানীতে বেশ কিছু বাঁধা রয়েছে । এসব বাঁধা দুর করতে প্রশাসনের সহযোগিতা  চান তারা । বাগান মালিকদের মধ্যে নওগাঁর সাপাহারের তরুণ উদ্য্যাক্তা সোহেল রানা বলেন, সাপাহারে একটি আম প্যাকিং হাউস করা প্রয়োজন । তা না হলে যখন আম গুলো আমরা শ্যামপুর নিয়ে যাচ্ছি তখন অনেক আম নষ্ট হচ্ছে তা ছাড়া নওগাঁর আম ঢাকার ব্যবসায়ীরা কিনে বিদেশে প্রেরণ করে । যা অনেক সময় গুনগত মান নিশ্চিত হয়না এ বিষয়টি খেয়াল রাখতে হবে ।

গত ২৮ মে থেকে পরিপক্ক আম আসতে শুরু করেছে জেলার হাট গুলোতে । এবার মওসুমের শুরতেই কিছুটা দর কম । বাগান মালিকদের দাবী আমের কাংখিত দাম না পেলে আগামীতে উৎসাহ হারাবে চাষীরা । সাপাহারের আর একজন ব্যবসায়ী ফায়সাল শেখ বলেন । দিন দিন আমের বাগান গড়ে তোলা হচ্ছে এসব আমের সটিক বাজার আমাদের এখন বেশি প্রয়োজন ।

বিদেশে রপ্তানীর জন্য বিশেষ ব্যাগে ভরা হয়েছে আম

আমের গুন গতমান বৃদ্ধি করে রপ্তানী উপযোগী করতে বাগান মালিকদের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রশাসনের । নওগাঁ জেলা প্রশাসক মো: খালিদ মেহেদী হাসান বলেন আমরা বিদেশে আম রপ্তানীর জন্য বাগান মালিকদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া জন্য কাজ করছি । নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষন অফিসার মো: মুনজুর এ মওলা বলেন, আমাদের লক্ষ হলো গেলো বারের চেয়ে বেশি আম বিদেশে রপ্তানী করা । এ লক্ষে চাষীদের বাছাই করে উচ্চমান সম্পন্ন আম তৈরি করা । এবং বাগান মালিকদের গুনগত মান বজায় রাখার জন্য প্রশিক্ষন দেওয়া হচ্ছে ।
জেলায় ছোট বড় আমের বাগান রয়েছে ১০ হাজারের উপরে । এবার ৩০ হাজার হেক্টর জমির বাগান থেকে প্রায় ৪ লাখ মেট্রিক টন আম পাওয়ার আশা করছে কৃষি বিভাগ ।

ট্যাগস

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নওগাঁ থেকে এবার ৫শ মেট্রিক টন আম যাবে বিদেশে

আপডেট সময় ১০:৩৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

 
নওগাঁয় এবার আমের ভালো ফলন হয়েছে । গেলো বার এ জেলা থেকে ৭৭ মেট্রিন আম বিদেশে রপ্তানী করা হয় । আমের গুনগতমান ভালো পাওয়ায় এবার ৫শ মেট্রিক টন আম রপ্তানীর অর্ডার পেয়েছে বাগান মালিকরা ।

আর রপ্তানী উপযোগী আম উৎপাদনে বাগান গুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা ।গাছে থোকায় থোকায় ঝুলছে আম । স্থানীয় চাহিদা পুরণের পাশাপাশী এসব আম বিদেশে রপ্তানী করার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা । রুপালী বারিফোর ব্যানানা জাতের আম পরিপক্ক হওয়ার অন্তত ১ মাস আগে ভরা হয়েছে হলুদ রংয়ের বিশেষ ব্যাগে । নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান গুলোতে বিদেশে রপ্তানীর জন্য এসব আমে চলছে বাড়তি পরিচর্যা ।

গেলো বছর এ জেলা থেকে ৭৭ মেট্রিক টন আম বিদেশে যায় । এসব আমের গুনগত মান ভালো পাওয়ায় চলতি বছর ৫শ মেট্রিক টনের উপরে আম মধ্যেপ্রাচ্য, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে রপ্তানীর অর্ডার পেয়েছে নওগাঁর বাগান মালিকরা । তবে আম রপ্তানীতে বেশ কিছু বাঁধা রয়েছে । এসব বাঁধা দুর করতে প্রশাসনের সহযোগিতা  চান তারা । বাগান মালিকদের মধ্যে নওগাঁর সাপাহারের তরুণ উদ্য্যাক্তা সোহেল রানা বলেন, সাপাহারে একটি আম প্যাকিং হাউস করা প্রয়োজন । তা না হলে যখন আম গুলো আমরা শ্যামপুর নিয়ে যাচ্ছি তখন অনেক আম নষ্ট হচ্ছে তা ছাড়া নওগাঁর আম ঢাকার ব্যবসায়ীরা কিনে বিদেশে প্রেরণ করে । যা অনেক সময় গুনগত মান নিশ্চিত হয়না এ বিষয়টি খেয়াল রাখতে হবে ।

গত ২৮ মে থেকে পরিপক্ক আম আসতে শুরু করেছে জেলার হাট গুলোতে । এবার মওসুমের শুরতেই কিছুটা দর কম । বাগান মালিকদের দাবী আমের কাংখিত দাম না পেলে আগামীতে উৎসাহ হারাবে চাষীরা । সাপাহারের আর একজন ব্যবসায়ী ফায়সাল শেখ বলেন । দিন দিন আমের বাগান গড়ে তোলা হচ্ছে এসব আমের সটিক বাজার আমাদের এখন বেশি প্রয়োজন ।

বিদেশে রপ্তানীর জন্য বিশেষ ব্যাগে ভরা হয়েছে আম

আমের গুন গতমান বৃদ্ধি করে রপ্তানী উপযোগী করতে বাগান মালিকদের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রশাসনের । নওগাঁ জেলা প্রশাসক মো: খালিদ মেহেদী হাসান বলেন আমরা বিদেশে আম রপ্তানীর জন্য বাগান মালিকদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া জন্য কাজ করছি । নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষন অফিসার মো: মুনজুর এ মওলা বলেন, আমাদের লক্ষ হলো গেলো বারের চেয়ে বেশি আম বিদেশে রপ্তানী করা । এ লক্ষে চাষীদের বাছাই করে উচ্চমান সম্পন্ন আম তৈরি করা । এবং বাগান মালিকদের গুনগত মান বজায় রাখার জন্য প্রশিক্ষন দেওয়া হচ্ছে ।
জেলায় ছোট বড় আমের বাগান রয়েছে ১০ হাজারের উপরে । এবার ৩০ হাজার হেক্টর জমির বাগান থেকে প্রায় ৪ লাখ মেট্রিক টন আম পাওয়ার আশা করছে কৃষি বিভাগ ।