ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম কমতে থাকায় দেশটিতে সোনার দাম আকাশ ছুঁয়েছে। দেশটিতে এক তোলা (সাড়ে ১১ গ্রামের বেশি) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৫০০ রুপিতে।
দেশটির সিন্ধু প্রদেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন অল সিন্ধ সারাফ জুয়েলার্স অ্যাসোসিয়েশন শুক্রবার (২৭ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপি মুদ্রা আরও ১৩ দশমিক ৭ শতাংশ মূল্য হারিয়েছে। এই অবস্থায় এক ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৬৮ রুপি ৩০ পয়সায়। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম তোলাপ্রতি ৬ ডলার কমলেও পাকিস্তানের বাজারে তা বেড়েছে।
অল সিন্ধ সারাফ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, তোলায় সোনার দাম ৭ হাজার বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৫০০ রুপিতে। ১০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম বেড়েছে ৬ হাজার রুপি। ১০ গ্রাম সোনার বর্তমান দাম ১ লাখ ৭৩ হাজার ৬১০ রুপি।
অল পাকিস্তান জুয়েলার্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আরশাদ বলেছেন, ‘দাম বাড়ার মুখেও বেশি বেশি সোনা ক্রয়ের কোনো প্রবণতা দেখা যাচ্ছে না এখনো। এমনকি বিনিয়োগকারীরাও বেশি মুনাফার আশায় সোনা বিক্রি বাড়াননি।’
এদিকে, পাকিস্তানে দিন দিন প্রকট হচ্ছে অর্থনৈতিক সংকট। দেশটির মূল্যস্ফীতি অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থের অভাবে পণ্য আমদানি করতে পারছেনা দেশটি। বর্তমান পরিস্থিতির জন্য রাজনৈতিক নেতাদের অযোগ্যতা ও সামরিক নেতৃত্বের সম্পৃক্ততাকে দুষছেন বিশেষজ্ঞরা।