ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ Logo ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়: শাকিব খান Logo যুক্তরাজ্যে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু! Logo নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা Logo নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন, নয়তো ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা
বাম্পার ফলনের আশা কৃষকের

পত্নীতলায় সোনালী ধান কেটে তোলার ধুম

বাম্পার ফলনের আশা কৃষকের

 নওগাঁর   পত্নীতলা উপজেলায় এবার সবুজ থেকে সোনলী বর্ণের রুপ নেয়া পাকা ধান কেটে তোলার ধুম শুরু হয়েছে । আবহাওয়া অনূকূলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে ।

খোঁজ নিয়ে জানা যায় চলতি মওসুমে কৃষকেরা প্রথমে খরার কবলে পড়লেও সেচ ব্যবস্থা করে ধান রোপনের পর কাঙ্খিত বৃষ্টির হওয়ায় ধানের চেহারা দিন দিন ফিরতে লাগে।

সময়মত সার ও কীটনাশক ব্যবহার করে এখন যেদিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ। ইতোমধ্যে কৃষকরা আগাম ব্রি ধান ১৭ কেটে সরি খেতের প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা কৃষি অফিস জানায় এই মওসুমে পত্নীতলায় ২৫হাজর ৩৭০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে।

উপজেলায় আম চাষ বৃদ্ধি পাওয়ায় আমন আবাদ গত মওসুমের চেয়ে ১ হাজার ৮৫০ হেক্টর জমি কমেছে। কৃষকরা হাইব্রীড ধানী গোল্ড তেজ উপশী স্বর্ণা ৫ বিনা ৭ ১১ ১৭ ২০ ৩৪ ব্রি ধান ৫১ ৫২ ৫৯ ৬২ ৭১ ৭৫ ৮০ ৮৭ ৯০ ৯৪ এবং দেশীয় চিনি আতপ ধান চাষ করেছেন।

কৃষকেরা আরো জানান এবার অতিরিক্ত সেচ খরচ হাল-চাষ ও রোপন এবং বিভিন্ন পরিচর্যায় শ্রমিক খরচ গত মওসুমের তুলনায় অনেক বেশি হয়েছে। তাঁরা ধানের নায্য মূল্য আশা করছেন।

এই মওসুমে ধানের বাম্পার ফলনের মধ্যে দিয়ে পত্নীতলায় ৭২ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছেন উপজেলা কৃষি অফিস। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার বলেছেন কৃষকেরা মওসুমে সুষম সার ব্যবহার করেছেন, আবহাওয়া অনূকূলে থাকায় এবং ধানের রোগবালাই কম থাকায় সময় মতো ধানের পরিচর্যা এবং অতিরিক্ত বৃষ্টিপাত না হওয়ায় এবার ধানের বাম্পার ফলন হবে।

ট্যাগস

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

বাম্পার ফলনের আশা কৃষকের

পত্নীতলায় সোনালী ধান কেটে তোলার ধুম

আপডেট সময় ০৯:৩০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

 নওগাঁর   পত্নীতলা উপজেলায় এবার সবুজ থেকে সোনলী বর্ণের রুপ নেয়া পাকা ধান কেটে তোলার ধুম শুরু হয়েছে । আবহাওয়া অনূকূলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে ।

খোঁজ নিয়ে জানা যায় চলতি মওসুমে কৃষকেরা প্রথমে খরার কবলে পড়লেও সেচ ব্যবস্থা করে ধান রোপনের পর কাঙ্খিত বৃষ্টির হওয়ায় ধানের চেহারা দিন দিন ফিরতে লাগে।

সময়মত সার ও কীটনাশক ব্যবহার করে এখন যেদিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ। ইতোমধ্যে কৃষকরা আগাম ব্রি ধান ১৭ কেটে সরি খেতের প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা কৃষি অফিস জানায় এই মওসুমে পত্নীতলায় ২৫হাজর ৩৭০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে।

উপজেলায় আম চাষ বৃদ্ধি পাওয়ায় আমন আবাদ গত মওসুমের চেয়ে ১ হাজার ৮৫০ হেক্টর জমি কমেছে। কৃষকরা হাইব্রীড ধানী গোল্ড তেজ উপশী স্বর্ণা ৫ বিনা ৭ ১১ ১৭ ২০ ৩৪ ব্রি ধান ৫১ ৫২ ৫৯ ৬২ ৭১ ৭৫ ৮০ ৮৭ ৯০ ৯৪ এবং দেশীয় চিনি আতপ ধান চাষ করেছেন।

কৃষকেরা আরো জানান এবার অতিরিক্ত সেচ খরচ হাল-চাষ ও রোপন এবং বিভিন্ন পরিচর্যায় শ্রমিক খরচ গত মওসুমের তুলনায় অনেক বেশি হয়েছে। তাঁরা ধানের নায্য মূল্য আশা করছেন।

এই মওসুমে ধানের বাম্পার ফলনের মধ্যে দিয়ে পত্নীতলায় ৭২ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছেন উপজেলা কৃষি অফিস। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার বলেছেন কৃষকেরা মওসুমে সুষম সার ব্যবহার করেছেন, আবহাওয়া অনূকূলে থাকায় এবং ধানের রোগবালাই কম থাকায় সময় মতো ধানের পরিচর্যা এবং অতিরিক্ত বৃষ্টিপাত না হওয়ায় এবার ধানের বাম্পার ফলন হবে।