ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ Logo নওগাঁয় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা Logo ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট Logo সাবেক আইজিপিসহ ৮ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ Logo নওগাঁর পত্নীতলায় নেচে গেয়ে নবান্ন উৎসব উদযাপন Logo রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেব: প্রধান উপদেষ্টা

টুইটার থেকে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা

খরচ কমানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার থেকে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন প্রতিষ্ঠানটির নতুন মালিক ইলন মাস্ক। ব্লুমবার্গ নিউজ বুধবার বিষয়টি জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আগামী শুক্রবার ক্ষতিগ্রস্ত কর্মীদের বিষয়টি জানিয়ে দেয়া হবে।

বর্তমানে টুইটারে ৭ হাজার ৫০০ কর্মী রয়েছে। সেই হিসেবে চাকরি হারাবেন প্রায় ৩ হাজার ৭০০ কর্মী।

ব্লুমবার্গ জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একজন কর্মী বলেছেন, মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমটির বিদ্যমান নীতি পরিবর্তন করতে চায়। তিনি কর্মীদের অফিসে কাজ করাতে চান, যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে। তবে কর্মী ছাঁটাইয়ের নতুন তথ্য নিয়ে টুইটার কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ১ নভেম্বরের আগে টুইটার কর্মীদের ছাঁটাই করার পরিকল্পনা করছেন মাস্ক। তবে এমন প্রতিবেদন অস্বীকার করেছিলেন টুইটারের মালিক।

গত সপ্তাহে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা নেয়ার পর মাধ্যমটির ওপর নিজের নিয়ন্ত্রণ জোরদার করা শুরু করেন তিনি।

এর আগে মাস্ক টুইটারের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর ও সাবেক প্রধান নির্বাহী পরাগ আগারওয়ালকে বরখাস্ত করেন।

এছাড়া গত মঙ্গলবার মাস্ক জানিয়েছেন, টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড (ব্লু টিক চিহ্ন) করতে ব্যবহারকারীকে এখন থেকে মাসিক ৮ ডলার গুনতে হবে।

এক টুইট বার্তায় মাস্ক বলেন, ‘চার্জ ছাড়া ব্লু টিক জমিদারি সিস্টেম। জনগণের কাছে থাকবে ক্ষমতা। মাসে ৮ ডলার চার্জ দিতে হবে। ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে দেশের আনুপাতিক হারে মূল্য সামঞ্জস্য করা হবে।’

খবর এনডিটিভির।

ট্যাগস

আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

টুইটার থেকে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা

আপডেট সময় ১১:৪৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

খরচ কমানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার থেকে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন প্রতিষ্ঠানটির নতুন মালিক ইলন মাস্ক। ব্লুমবার্গ নিউজ বুধবার বিষয়টি জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আগামী শুক্রবার ক্ষতিগ্রস্ত কর্মীদের বিষয়টি জানিয়ে দেয়া হবে।

বর্তমানে টুইটারে ৭ হাজার ৫০০ কর্মী রয়েছে। সেই হিসেবে চাকরি হারাবেন প্রায় ৩ হাজার ৭০০ কর্মী।

ব্লুমবার্গ জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একজন কর্মী বলেছেন, মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমটির বিদ্যমান নীতি পরিবর্তন করতে চায়। তিনি কর্মীদের অফিসে কাজ করাতে চান, যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে। তবে কর্মী ছাঁটাইয়ের নতুন তথ্য নিয়ে টুইটার কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ১ নভেম্বরের আগে টুইটার কর্মীদের ছাঁটাই করার পরিকল্পনা করছেন মাস্ক। তবে এমন প্রতিবেদন অস্বীকার করেছিলেন টুইটারের মালিক।

গত সপ্তাহে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা নেয়ার পর মাধ্যমটির ওপর নিজের নিয়ন্ত্রণ জোরদার করা শুরু করেন তিনি।

এর আগে মাস্ক টুইটারের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর ও সাবেক প্রধান নির্বাহী পরাগ আগারওয়ালকে বরখাস্ত করেন।

এছাড়া গত মঙ্গলবার মাস্ক জানিয়েছেন, টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড (ব্লু টিক চিহ্ন) করতে ব্যবহারকারীকে এখন থেকে মাসিক ৮ ডলার গুনতে হবে।

এক টুইট বার্তায় মাস্ক বলেন, ‘চার্জ ছাড়া ব্লু টিক জমিদারি সিস্টেম। জনগণের কাছে থাকবে ক্ষমতা। মাসে ৮ ডলার চার্জ দিতে হবে। ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে দেশের আনুপাতিক হারে মূল্য সামঞ্জস্য করা হবে।’

খবর এনডিটিভির।