নিজস্ব প্রতিবেদন:এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সংবাদ সম্মেলনের আগে এই পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়।চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে।শিক্ষা মন্ত্রী জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সংক্ষিপ্ত সিলেবাসে মোট ৬টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।এরমধ্যে ২০২২ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসের দুটি আবশ্যিক, তিনটি নৈর্বাচনিক বিষয়ে এবং চতুর্থ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দীপু মনি জানান, মোট দুই ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে এমসিকিউ এ ২০ মিনিট এবং লিখিত পরীক্ষা এক ঘণ্টা ৪০ মিনিট।
তিনি জানান, ৬ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৩ ডিসেম্বর। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত।দীপু মনি জানান, এবারের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট নয় লাখ ৮৫ হাজার ৭১৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।আলিম পরীক্ষায় পরীক্ষার্থীর সংখা হচ্ছে ৯৪ হাজার ৯৬৩ জন এবং ভোকেশনালে মোট পরীক্ষার্থী হচ্ছে এক লাখ ২২ হাজার ৯৩১ জন।
শিক্ষামন্ত্রী বলেন, ৬ নভেম্বর থেকে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এবার মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার অংশ নেবে।‘গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। কেন্দ্র কমেছে ২৮ টি।