ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বাস চাপায় নিহত ৪

সড়ক দূর্ঘটনা ( প্রতিকি ছবি )

স্টাফ রিপোর্টারঃ  গাজীপুরের তেলিপাড়া এলাকায় বাসচাপায় চারজন নিহত হয়েছেন। আহতাবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে বসুমতি বাস একটি মাছভর্তি ভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আহসানুল হক বলেন, সকাল ৮টার পর এখানে বলাকা নামের একটি বাসের চাকা পাঙচার হওয়ায় চাকা ঠিক করছিল। মাঝে মাছ ব্যবসায়ীদের একটা ভ্যানগাড়ি ছিল। পেছন থেকে বসুমতি বাস এসে ওই ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে দুমড়ে-মুচড়ে যায় ভ্যান গাড়িটি।ঘটনাস্থলেই ৪ জন মারা যান। সম্ভবত ভ্যানচালক, একজন মাছ ব্যবসায়ী, স্থানীয় একজন এবং অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। আরেকজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি। দুর্ঘটনার পর থেকে বসুমতি বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

ট্যাগস

গাজীপুরে বাস চাপায় নিহত ৪

আপডেট সময় ১১:৩৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

স্টাফ রিপোর্টারঃ  গাজীপুরের তেলিপাড়া এলাকায় বাসচাপায় চারজন নিহত হয়েছেন। আহতাবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে বসুমতি বাস একটি মাছভর্তি ভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আহসানুল হক বলেন, সকাল ৮টার পর এখানে বলাকা নামের একটি বাসের চাকা পাঙচার হওয়ায় চাকা ঠিক করছিল। মাঝে মাছ ব্যবসায়ীদের একটা ভ্যানগাড়ি ছিল। পেছন থেকে বসুমতি বাস এসে ওই ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে দুমড়ে-মুচড়ে যায় ভ্যান গাড়িটি।ঘটনাস্থলেই ৪ জন মারা যান। সম্ভবত ভ্যানচালক, একজন মাছ ব্যবসায়ী, স্থানীয় একজন এবং অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। আরেকজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি। দুর্ঘটনার পর থেকে বসুমতি বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।