বিনোদন ডেক্সঃ ‘বেবি বাম্পের’ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শবনম বুবলী। মা হওয়ার গুঞ্জন হাওয়ায় উড়িয়ে দিয়েছেন অনেকবার। অবশেষে নিজেই ধরা দিলেন গর্ভবতী অবস্থায়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) নিজেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন দুটি ছবি। আর সেখানে বুবলী লিখেছেন ‘ফিরে দেখা আমেরিকা’। কিন্তু বেবি বাম্প ছাড়া অন্য কোনো তথ্য শেয়ার করেননি।
এদিকে, আজ (২৭ সেপ্টেম্বর) শাকিব খানের একমাত্র ছেলে জয়ের জন্মদিন। এই দিনেই কেন এমন ছবি শেয়ার করলেন বুবলী, সে প্রশ্ন ছুঁড়ছেন নেটিজেনরা।
এরআগে বহুবার মা হওয়ার গুঞ্জন উঠেছে বুবলীর। কিন্তু সেকথা উড়িয়ে দিয়েছেন নিজেই। খবর রটেছিল শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন, মা হয়েছেন। বড় পর্দার সিনেমায় আলোচিত-সমালোচিত জুটির নাম শাকিব-বুবলী। ঢালিউডের এই নায়িকা শাকিব খানের সঙ্গে পরপর ৯টি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। কিন্তু শবনম বুবলী হঠাৎই লাপাত্তা হয়ে যাওয়ায় এমন প্রশ্ন ওঠে!
শাকিবের বিপরীতে শেষ ছবি ‘বীর’-এর শুটিং সেট থেকে বুবলীর একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন ওঠে। এসব গুঞ্জনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি চিত্রনায়িকা অপু বিশ্বাসের পথেই হাঁটতে শুরু করেছেন বুবলী?
এর আগে অপু বিশ্বাস তার ক্যারিয়ারের ৭০টিরও বেশি ছবির নায়ক শাকিব খানকে ২০০৮ সালে গোপনে বিয়ে করে ২০১৬ সালে একইভাবে লাপাত্তা হয়েছিলেন। ২০১৭ সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেন সবকিছু।
যার ফলে ক্ষিপ্ত হয়ে শাকিব খান তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেন। এবার বুবলীর ক্ষেত্রেও তেমন কিছুরই আশঙ্কা করছেন তার ভক্ত-সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে রবও উঠেছে, সন্তান জন্মদানের জন্যই বিদেশে পাড়ি দিয়েছেন সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা বনে যাওয়া বুবলী। তবে সত্যিটা কী, তা তো সময়ই বলে দেবে!
নোয়াখালীর সোনাইমুড়িতে জন্ম নেয়া বুবলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী। অভিনয়ে আসার আগে তিনি বাংলাভিশনের সংবাদ পাঠিকা ছিলেন। ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।
প্রথম ছবিতেই নজর কাড়েন। এরপর একে একে শাকিব খানের সঙ্গে ৯টি ছবিতে তিনি কাজ করেন। যার প্রতিটিই ব্যবসাসফল। এখানেও ওঠে প্রশ্ন, বুবলী কেন অন্য নায়কের সঙ্গে অভিনয় করেন না? নাকি শাকিব খানই তাকে অন্য কারো সঙ্গে দেখতে চান না? বুবলীর লাপাত্তা হওয়ার মতো এই প্রশ্নেরও কোনো উত্তর মেলেনি। যদিও বুবলী তার অভিনীত শেষ ছবি ‘ক্যাসিনো’তে শাকিব খানের বাইরে গিয়ে প্রথমবারের মতো চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করেছেন। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এখন সিনেমার পাশাপাশি সবাই অপেক্ষায় বুবলীর ফিরে আসার। তিনি কি অপু বিশ্বাসের মতো ফিরবেন, নাকি একা? সেটাই এখন দেখার।