বরিশাল প্রতিনিধি :বরিশাল নগরীতে চুরি হওয়া শিবলিঙ্গসহ মো. হুমায়ুন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হুমায়ুন নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা।
কালীমাতার মন্দিরের পুরোহিত অমল কুমার দত্ত বলেন, ‘মঙ্গলবার সকালে পূজা দিতে মন্দিরে গিয়ে দেখি দরজা ভাঙা। ভেতরে দেড়শ বছরের পুরনো পাথরের শিবলিঙ্গটি নেই। এ ঘটনায় মঙ্গলবার রাতে বাদী হয়ে কোতোয়ালি থানায় চুরির মামলা করি।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ছগির হোসেন বলেন, মামলার পর শিবলিঙ্গ উদ্ধারে অভিযানে নামে পুলিশ। রাতেই নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে শিবলিঙ্গসহ হুমায়ুন নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি-না জানতে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।