ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো গৃহবধূর

বরিশাল প্র্রতিনিধি : বরিশালের উজিরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুলতানা বেগম (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

এসময় তার স্বামী রাজু চৌকিদার (২৭) ও ছেলে সন্তান আয়ান (২) আহত হয়।সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুলতানা বেগম শরিয়তপুরের নড়িয়া উপজেলার নমাসর গ্রামের বাসিন্দা রাজু চৌকিদারের স্ত্রী।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে কুয়াকাটা যাচ্ছিলেন রাজু চৌকিদার। উপজেলার আটিপাড়া এলাকা পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুলতানা বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো গৃহবধূর

আপডেট সময় ০১:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

বরিশাল প্র্রতিনিধি : বরিশালের উজিরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুলতানা বেগম (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

এসময় তার স্বামী রাজু চৌকিদার (২৭) ও ছেলে সন্তান আয়ান (২) আহত হয়।সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুলতানা বেগম শরিয়তপুরের নড়িয়া উপজেলার নমাসর গ্রামের বাসিন্দা রাজু চৌকিদারের স্ত্রী।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে কুয়াকাটা যাচ্ছিলেন রাজু চৌকিদার। উপজেলার আটিপাড়া এলাকা পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুলতানা বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।