ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপার আধিপত্য বিস্তার নিয়ে দুই ইউনিয়ন পরিষদ সদস্যের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে সময় উভয়পক্ষের অন্তত ২টি বাড়ি ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে ইমরান, মইন, সুজাত, সোহাগ, টুটুলসহ ৭ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে বর্তমান ইউপি সদস্য টুলু ও সাবেক সদস্য দাউদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
এরই জেরে উভয় গ্রুপের সমর্থকরা সকালে গোয়ালবাড়িয়া গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সেসময় ২টি বাড়ি ও একটি দোকান ভাঙচুর করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। তবে এখনও কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।